ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

সেরা ক্রিকেটাররা চোট পেলেও থামবে না অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:02 মঙ্গলবার, 27 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমিত ওভারের এই বিশ্ব আসরের আগে দলগুলোর সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে ক্রিকেটারদের শেষ মুহূর্তের দল। এরই মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ফেলেছে দেশগুলো।

কোনো ক্রিকেটার চোটে পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ছেঁদ পড়তে পারে দলগুলোর। তবে ক্রিকেটারদের চোট নিয়ে একদমই চিন্তা করছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি মনে করেন অস্ট্রেলিয়া দলের যে গভীরতা কোনো ক্রিকেটার চোট পেলে কোনো সমস্যা হবে না তাদের।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠেই সীমিত ওভারের এই বিশ্ব আসরে খেলবে ম্যাকডোনাল্ডের শীষ্যরা। ফলে তাদের ওপর সমর্থকদের প্রত্যাশা থাকবে অনেক। অস্ট্রেলিয়া দল সেই চাপ সামলে পারফর্ম করতে পারবে বলে আশাবাদী অজি কোচ।

তিনি বলেন, 'আমাদের দলে বেশ কিছু চোট রয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে যা উদ্বেগের তো বটেই। বিশ্বকাপে যাওয়ার আগে কেউ কখনই চায় না যে তাদের সেরা ক্রিকেটাররা চোটের ফলে ছিটকে যাক টুর্নামেন্ট থেকে। তবে আমরা এটাও মনে করি আমাদের দলে সেই গভীরতাটা রয়েছে যার মধ্যে দিয়ে আমরা যে কোনও ক্রিকেটারের যদি চোট আঘাত লাগে তা ঢেকে দিতে পারি।'

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ক্যামেরন গ্রিন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসের পরও দলকে জেতাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।

গ্রিনের প্রশংসা করে ম্যাকডোনাল্ড বলেন, 'আমরা তাকে বলেছিলাম টপ অর্ডারে সে যেন নিজের আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখে এবং আমার মনে হয় যতটুকু দেখেছি সে সেটা পেরেছে। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি তার ফলাফলটা কী! আমরা ভেবেছিলাম তার সেই দক্ষতা রয়েছে। সেই মতো আমরা পরিকল্পনাও করেছিলাম। বিশ্বের সেরা কয়েকজন বোলারের বিরুদ্ধে সে খেলেছে এবং সাফল্যের সঙ্গে খেলেছে।'