মানকাডিংয়ের সঙ্গে কেন ব্যাটে লাগার তুলনা, প্রশ্ন স্টোকসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:22 মঙ্গলবার, 27 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চার্লি ডিনকে করা দীপ্তি শর্মার মানকাড আউট নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। সেই আলোচনায় নতুন করে যোগ হয়েছে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের ঘটনা। মানকাডিংয়ের সঙ্গে কেন সেই ঘটনার তুলনা করছে সবাই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন বেন স্টোকস।

লর্ডসে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ ওয়ানডেতে চার্লিকে মানকাড আউট করেন দীপ্তি। ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভারের সময়। সেই ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে থেমে গিয়ে ননস্ট্রাইক প্রান্তের উইকেট ভেঙে দেন দীপ্তি। 

সেই সময় চার্লি ক্রিজের বাইরে থাকায় আম্পায়ারের কাছে আবেদন করেন ভারতের ক্রিকেটাররা। এরপর চার্লিকে আউট দেন টিভি আম্পায়ার। এমন ঘটনার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে স্পিরিট অব ক্রিকেটের কথাও বলছেন। যদিও এমসিসি জানিয়েছে, এটি রান আউটের আওতায়ই পড়ে।

বিতর্ক থামানোর চেষ্টা করলেও সেটা করতে পারেনি এমসিসি। মানকাড বিতর্কে নতুন করে যোগ করেছে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের স্টোকসের ব্যাটে লেগে চার হওয়ার ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেটিকে মানকাডের সঙ্গে তুলনা করছেন। 

এবার সেটি নিয়ে মুখ খুলছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। স্টোকস বুঝতে পারছেন না কেন সেই ঘটনার সঙ্গে মানুষ এটি তুলনা করছে। স্টোকস লিখেন, ‘লোকে কেন মানকাডিংয়ের সঙ্গে আমার ব্যাটে বল লাগার ওই ঘটনার তুলনা করছে?’