পাকিস্তান

পাকিস্তান হারলে মেজাজ হারান রমিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:26 মঙ্গলবার, 27 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এক সময় পাকিস্তানের হয়ে মাঠ মাতিয়েছেন রমিজ রাজা। বাইশ গজের পাঠ চুকিয়েছেন বহু আগেই। মাঠের ক্রিকেটে না থাকলেও এখনও ক্রিকেটের সঙ্গেই আছেন সাবেক এই ক্রিকেটার। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের দায়িত্ব পালন করলেও ক্রিকেটের প্রতি তার আবেগটা একটুও কমেনি। পাকিস্তানের হার হজম করতে বেশ বেগ পেতে পিসিবি চেয়ারম্যানকে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছে পাকিস্তান। দলের এমন পরাজয় দেখে মেজাজ খারাপ করে এক ভারতীয় সাংবাদিকের ওপর চড়াও হয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। এবার এমন ঘটনার ব্যাখা দিলেন রমিজ।

তিনি বলেন, 'আমি আমার দলকে বলেছি যে আমাদের (শিরোপা) জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সবসময় জিততে দেখতে চায়। তাই, তারা হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি। পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। (দল হারলে) আমি সবার প্রতি রূঢ় আচরণ করি, এ কারণে বাড়িতে আমাকে বকা শুনতেও হয়।'

অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ নভেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার স্বাগতিক দল হিসেবে নিশ্চয়ই ট্রফি ধরে রাখতে চাইবে।

অজিদের মাটিতে শ্রেষ্ঠত্বের মিশনে পাকিস্তানের বড় সংকট ব্যাটিংয়ে। দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে। দলের মিডল অর্ডারের ব্যাটারদের পারফরম্যান্সো আপ টু দ্য মার্ক নয়।

রমিজের মতে ক্রিকেট পাকিস্তানের মানুষের মুখে হাসি ফুটায়। সবার মনোবল বাড়িয়ে দেয়। পিসিবি চেয়ারম্যান বলেন, 'এটিই একমাত্র খেলা, যা দেশের মানুষের মুখে হাসি ফেরায়। জাতির মনোবল বাড়িয়ে দেয়।'