ভারত

খরুচে ভুবনেশ্বরেও আস্থা রাখছেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 সোমবার, 26 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে বল হাতে সময়টা ভালো যাচ্ছে না ভুবনেশ্বর কুমারের। বিশেষ করে ইনিংসের শেষের দিকে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারছেন না এই অভিজ্ঞ পেসার। যেখানে লাইন-লেন্থ মেনে বোলিং করে ব্যাটারদের আটকে রাখাটাই বোলারদের জন্য প্রধান কাজ, সেখানেই ব্যর্থ হচ্ছেন ভুবি। তবে খারাপ সময়ে রোহিত শর্মাকে পাশে পাচ্ছেন এই পেসার। অধিনায়কের মতে, শীঘ্রই স্বরুপে ফিরবেন ভুবনেশ্বর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বেশ খরুচে ছিলেন ভুবনেশ্বর। অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করেন তিনি। ৪ ওভারে দেন ৫২ রান। ১৯তম ওভারেই দিয়েছেন ১৬ রান। যা দলকে জয়ের পথ থেকে দূরে সরিয়ে দেয়।

এমন বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়। তবে সিরিজের শেষ ম্যাচে তাকে একাদশে ফেরায় টিম ম্যানেজমেন্ট। তবে বদলায়নি তার বোলিংয়ের চিত্র। নিজের প্রথম ওভারেই চার-ছক্কা হজম করেন তিনি। পরে পঞ্চম ওভারে আক্রমণে ফিরে তিনি গ্রিনের উইকেট নিতে পারেন বটে। তবে শেষ দিকে আবার খেই হারান এই অভিজ্ঞ পেসার।

রোহিত বলেন, 'তাকে ওই সুযোগটুকু দেয়া গুরুত্বপূর্ণ। তার মতো একজন বোলার যখন দলে আছে, তার মান এতটা ভালো… সত্যি বলতে, বছরের পর বছর ধরে আমরা দেখেছি যে খারাপ দিনের চেয়ে তার ভালো দিনই বেশি এসেছে। হ্যাঁ, সম্প্রতি সে আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না, তবে সব বোলারের ক্ষেত্রে এটা হতে পারে।'

ভারতের বর্তমান দলে যে কয়জন ক্রিকেটার নিয়মিত খেলেন তাদের মধ্যে অন্যতম অভিজ্ঞ ভুবনেশ্বর। ভারতের বহু জয়ের সাক্ষী এই পেসার। রোহিত মনে করেন, ক্যারিয়ারে খারাপ সময় যেতেই পারে, তবে বেশিরভাগ সময়ই দলের প্রত্যাশা পূরণ করেছেন ভুবনেশ্বর।

ভারতের অধিনায়ক বলেন, 'আমার মনে হয় না তার আত্মবিশ্বাসের কমতি আছে। যখনই তার সঙ্গে কথা বলি, আত্মবিশ্বাস দেখতে পাই। বাজে ম্যাচ যেতেই পারে। সেখান থেকে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। আমরা চাই, যত দ্রুত সম্ভব সে যেন নিজেকে ফিরে পায়। কারণ, অতীতেও সে এই কঠিন ওভারগুলোয় আমাদের হয়ে দারুণ বোলিং করেছে।'