টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ভারতকে পাঁচ বোলার খেলানোর পরামর্শ রাজপুতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 রবিবার, 25 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্ব আসরে পাঁচজন বিশেষজ্ঞ পেসার খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত।

তিনি মনে করেন হার্দিক পান্ডিয়াকে ষষ্ঠ বোলার হিসেবে বিবেচনা করা উচিত। মাঠের ক্রিকেটে একটি বাজে দিন যেতেই পারে বোলারদের। সেই সময় হার্দিককে ব্যবহার করা যেতে পারে। 

এ প্রসঙ্গে রাজপুত বলেছেন, 'ভারতের উচিৎ পাঁচ বোলার নিয়ে খেলা এবং পান্ডিয়াকে ষষ্ঠ বোলার হিসেবে খেলানো। কারণ যদি কোনো বোলারের বাজে দিন যায় তখন আপনার হাতে একটি অপশন থাকবে।'

রাজপুতের অধীনেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছিল ভারত। সেবারও পাঁচ বোলার খেলিয়েছিল ভারত। তিন পেসারের সঙ্গে ছিলেন দুই স্পিনার যুবরাজ সিং ও হরভজন সিং। এবারও ভারতের একই পথে হাঁটা উচিত বলে মনে করেন তিনি।

রাজপুত বলেন, 'আমি হলে তিনজন মিডিয়াম পেসার খেলাতাম এবং দুজন স্পিনারকে নিতাম। কারণ যখন আমরা ২০০৭ সালে জিতলাম আমরা তিন পেসার নিয়ে খেলেছি এবং স্পিন করতো ভাজ্জি (হরভজন সিং ও যুভি (যুবরাজ সিং)।'