বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ

ওপেনিং নিয়ে ধোঁয়াশা রাখলেন সোহান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:54 শনিবার, 24 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপে ছিলেন না নুরুল হাসান সোহান ও লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুজনকেই মাঠে নামতে দেখা যাবে। এই সিরিজে সোহান বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। আর লিটন নিয়মিত ওপেনিং করলেও এই সিরিজে তিনি কোন জায়গায় ব্যাট করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে সব কম্বিনেশন ভেঙে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে ওপেনিং করিয়েছিল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বিকল্প ওপেনার হিসেবে বিবেচনায় আছেন নাজমুল হোসেন শান্তও। যদিও মাঠে নামার আগে ওপেনিং নিয়ে কিছু খোলাসা করতে রাজি হননি সোহান।

তিনি বলেন, 'এখনই নির্দিষ্ট কারো নাম নিশ্চিত করতে চাচ্ছি না। কালকে যেহেতু টুর্নামেন্টটা হবে। আমরা আমাদের যে সেরা ভারসাম্যপূর্ণ দলটা আছে সেটা নিয়েই মাঠে নামার চেষ্টা করবো। সামনে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ রয়েছে। আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। সেটাকেই অনুসরণ করার চেষ্টা করবো।'

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের পর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। মূলত এই বিশ্ব আসরের আগেই নিজেদের সেরা কম্বিনেশন ঠিক করে ফেলতে চায় বাংলাদেশ।

সোহানের কথায়ও আঁচ পাওয়া গেছে সেই পরিকল্পনার। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে একেক দলের সঙ্গে একেক দিন ম্যাচ থাকবে। দলের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী নিজেদের একাদশ সাজাবে বাংলাদেশ। তবে দলের ভারসাম্য আরব আমিরাত থেকেই ঠিক করে যেতে চান সোহান।

তিনি বলেন, 'আমরা যেন বিশ্বকাপে ভারসাম্য পাই। এখানে দুটি ম্যাচ আছে নিউজিল্যান্ডে ম্যাচ আছে আমাদের সে সেরা কম্বিনেশন সেটাই খোঁজার চেষ্টা করা হবে। বিশ্বকাপে হয়তো একেক দিন একেক দলের সঙ্গে ম্যাচ থাকবে। এটা নির্ভর করবে সময় ও দলের প্রয়োজনের ওপর। এটাই আমাদের ব্যালেন্স ঠিক করার ভালো সুযোগ।'