পাকিস্তান ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের এক নম্বরে থাকা উচিত: রাজ্জাক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:30 শনিবার, 24 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক মনে করেন এই মূহুর্তে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের এক নম্বরে থাকা উচিত। পাকিস্তান দল সাম্প্রতিক সময়ে যেভাবে পারফর্ম করছে তাদের শীর্ষে থাকাই উচিত ছিল, এমনটাই ধারণা তার।

সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে খেলেছে পাকিস্তান। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে তারা। তবুও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ডিপার্টমেন্টে পাকিস্তান যেভাবে পারফর্ম করেছে তার প্রশংসা করেছেন রাজ্জাক।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে আমি পাকিস্তানের এ কারণেই এই কথা বলছি না। আমাদের আসলেই এক নম্বরে থাকা উচিত। আমরা যেভাবে পারফর্ম করছি তিন ডিপার্টমেন্টে, ব্যাটিং, বোলিং, বোলিং এবং ফিল্ডিংয়ে। আমরা দলের মধ্যে একটা ঐক্যবদ্ধতা দেখতে পারছি।'

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান দল যাবে নিউজিল্যান্ডে। সেখানে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। এরপর সেখান থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাবর আজমের দল।

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সীমিত ওভারের এই বিশ্বকাপে পাকিস্তান খেলবে 'বি' গ্রুপে। এই গ্রুপে পাকিস্তানকে লড়তে হবে ভারত, বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল থাকবে একই গ্রুপে।