পাকিস্তান - ইংল্যান্ড সিরিজ

পাত্তাই পেল না পাকিস্তান, এগিয়ে গেল ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:08 শনিবার, 24 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুইশ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি ইংল্যান্ড। বাবর আজমের সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে কোন উইকেট না হারিয়েই জিতেছিল পাকিস্তান। পরের ম্যাচে স্বাগতিকদের জন্য লক্ষ্যটা আরও বড়। বেন ডাকেট এবং হ্যারি ব্রুকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে পাকিস্তানকে ২২২ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। আগের ম্যাচে দুইশ রান তাড়া করে জেতা বাবরের দল এবার কাছেই যেতে পারল না। পাকিস্তানকে ৬৩ রানে হারিয়ে সিরিজে আরও একবার এগিয়ে গেল ইংল্যান্ড। 

করাচিতে জয়ের জন্য ২২২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রায় ৬ মাস পর মাঠে ফেরা মার্ক উডের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। আগের ম্যাচে সেঞ্চুরি করা বাবরকে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরার উড। ডানহাতি এই পেসারের বলে থার্ডম্যানে থাকা রিস টপলিকে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের অধিনায়ক।

৮ রানে আউট হওয়ায় বাবর ফিরতে পারতেন ৩ রানেই। তবে ক্যাচ লুফে নিতে না পারায় জীবন পান  তিনি। যদিও সেটা কাজে লাগাতে পারেননি ডানহাতি এই ব্যাটার। বাবর ফেরার পরের ওভারে আউট হন রিজওয়ান। টপলির বলে বোল্ড হয়ে যান ৮ রান করা এই উইকেটকিপার ব্যাটার। তিনে নামা হায়দার আলিকে আউট করেন উড। 

পাওয়ার প্লের শেষ ওভারে ইফতিখারকে ফেরান স্যাম কারান। তাতে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৯ রান তোলে  পাকিস্তান। এরপর খুশদিল শাহ এবং শান মাসুদ মিলে জুটি গড়েন। দুজনে মিলে যোগ করেন ৬২ রান। খুশদিল ২৯ রানে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর মোহাম্মদ নওয়াজকে নিয়ে আরও ৫২ রান যোগ করেন মাসুদ। যদিও তা যথেষ্ট ছিল না। 

এদিকে নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এদিন হাফ সেঞ্চুরির দেখা পান মাসুদ। মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। মাসুদ শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকলেও পাকিস্তান ১৫৮ রানের বেশি তুলতে পারেনি। ইংল্যান্ডের হয়ে উড তিনটি এবং আদিল রশিদ নিয়েছেন দুটি উইকেট। 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। তিনে নেমে সুবিধা করতে পারেননি ডেভিড মালান। তবে অভিষেকেই বাজিমাত করেছেন উইল জ্যাকস। ৮ চারে ২২ বলে খেলেছেন ৪০ রানের ইনিংস। ম্যাচের বাকি অংশটা কেবলই ব্রুক ও ডাকেটের। তারা দুজনে মিলে যোগ করেন অবিচ্ছিন্ন ১৩৯ রান। ব্রুক ৩৫ বলে ৮১ এবং ডাকেট অপরাজিত ছিলেন ৭০ রানে। পাকিস্তানের হয়ে উসমান কাদির দুটি উইকেট নেন।