promotional_ad

২ উইকেট নেয়ার পর ফের সাকিবের গোল্ডেন ডাক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক হাঁকালেন সাকিব আল হাসান। অর্থাৎ টানা দুই ম্যাচেই প্রথম বলে শূন্য রানে বিদায় নিলেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ৩৩ রান খরচায় দুই উইকেট নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সেরা বোলার তিনি। ম্যাচটিতে সাকিব শুন্য রানে ফিরলেও জিতেছে গায়ানা।


প্রভিডেন্স স্টেডিয়ামে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে গায়ানা। এই জয়ে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে ছয় দলের তালিকার পাঁচ নম্বরে। এই ম্যাচে ১৯৪ রান তাড়া করে জিতেছে গায়ানা।


promotional_ad

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান তোলে সেন্ট লুসিয়া কিংস। দলটির হয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যেখানে দশটি চার ও ছয়টি ছক্কার মার ছিল।


এ ছাড়া নিরোশান ডিকওয়েলা করেন ৩২ বলে ৩৬ রান। গায়ানার হয়ে সাকিবের দুই উইকেটের পাশাপাশি রোমারিও শেফার্ড, ইমরান তাহির এবং ওডেন স্মিথ একটি করে উইকেট লাভ করেন।


লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮১ রান তোলে গায়ানা। চন্দরপল হেমরাজ ২০ বলে ২৯ রান করে বিদায় নেন। দলীয় ৮৫ রানের মধ্যে বিদায় নেন রহমানউল্লাহ গুরবাজ এবং সাকিবও।


গুরবাজের ব্যাটে আসে ২৬ বলে ৫২ রানের ইনিংস। শেষদিকে শিমরন হেটমায়ারের ২৮ বলে ৩৬ এবং শাই হোপের ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসে চার বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball