সিপিএল

কিংয়ের সেঞ্চুরির পরও সাকিবদের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:59 বৃহস্পতিবার, 22 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে নিষ্প্রভ সাকিব আল হাসান বল হাতেও প্রথম তিন ওভারে ছিলেন খরুচে। তবে নিজের শেষ ওভারে দারুণ বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জেতাতে সহায়তা করেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাতে ব্রেন্ডন কিংয়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও গায়ানার কাছে ১২ রানে হেরেছে জ্যামাইকা তালাওয়াশ।

গায়ানায় ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় কিং বাদে দলের বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। কেনার লুইস ১৩ এবং কার্ক ম্যাকেঞ্জি ১৫ রান করে ফিরলে জ্যামাইকাকে একাই টেনে নেন কিং। অধিনায়ক রভম্যান পাওয়েল, রেইমন রেফারদের কেউই দুই অঙ্কের ছুঁতে পারেননি। 

৭ ছক্কা ও ৮ চারে সেঞ্চুরি তুলে নিয়ে জ্যামাইকা জয়ের পথেই রেখেছিলেন কিং। তবে শেষ ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। ২০তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ৬৪ বলে সেঞ্চুরি পূর্ণ বাঁহাতি এই ব্যাটার। তবে ওভারের তৃতীয় বলে রান আউটে কাটা পড়ে ফিরলে ভেস্তে যায় জ্যামাইকার জয়ের স্বপ্ন।

বল হাতে এদিন অবশ্য শুরু থেকেই খরুচে ছিলেন সাকিব। বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা খাওয়া সাকিব প্রথম তিন ওভারে দিয়েছিলেন ২৮ রান। তবে ১৬তম ওভারে বোলিংয়ে এসে সেটা পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেই ওভারে মাত্র ২ রান দেয়ার সঙ্গে ফেরান ফ্যাবিয়ান অ্যালেনকে। তাতে ১ উইকেট নিতে ৪ ওভারে সাকিবের খরচ ৩০ রান।

এর আগে চারে ব্যাটিং করতে নামা সাকিব ছিলেন নিষ্প্রভ। তাবরাইজ শাসমির বদলি হিসেবে গায়ানায় যোগ দেয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল্ডেন ডাক মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ইমাদ ওয়াসিমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে শূন্য রানে ফেরেন তিনি। তবে শেই হোপ, ওডিন স্মিথ ও কিমো পলের ঝড়ো ইনিংসে ১৭৮ রানের পুঁজি পেয়েছিল গায়ানা।