বাংলাদেশ ক্রিকেট

আত্মবিশ্বাসের ভেলায় চড়ে বিশ্বকাপে সেরাটা দিতে চান হাসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:30 শনিবার, 17 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও চোটের কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি হাসান মাহমুদের। চোটে পড়ার আগে জিম্বাবুয়ে সফরে দুটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন ডানহাতি এই পেসার। গতি আর সুইং দিয়ে সেখানে আলো ছড়িয়েছেন হাসান। 

জিম্বাবুয়েতে ভালো করায় বেশ আত্মবিশ্বাসী তরুণ এই পেসার। এদিকে এশিয়া কাপ খেলতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে রয়েছেন হাসান। আত্মবিশ্বাসের ভেলায় চড়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজের সেরাটা দিতে চান তিনি। 

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় হাসান বলেন, ‘সবশেষ আমার যে পারফরম্যান্স দেখেছিলেন জিম্বাবুয়েতে, তাতে আমার আত্মবিশ্বাস ছিল যে হয়তো জায়গা ধরে রাখতে পারব দলে। এমনটাই হয়েছে। জিম্বাবুয়ে যে সিরিজটা খেলেছিলাম, ওটা থেকে খুবই আত্মবিশ্বাসী আমি নিজেই। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’

এশিয়া কাপে প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারলেও দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনরা চাপের মুখে ভালো বোলিং করতে না পারায় ম্যাচ হারতে হয়েছে সাকিব আল হাসানের দলকে।

পরের ম্যাচে ব্যাটাররা ভালো ব্যাটিং করলেও চাপের মুখে নিজেদের সেরাটা দিতে পারেননি বাংলাদেশের বোলাররা। চাপের মুখে কেন বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেন না? হাসান মনে করেন, চাপের মুখে বেশি প্যানিকড হয়ে যাওয়ার কারণে এমন হয়।

তিনি বলেন, ‘যখন চাপের সময় আসে, তখন হয়তো আমরা বেশি প্যানিকড হয়ে যাই, আমাদের যে মূল স্কিল, ওটা হয়তো ভুলে যাই। এই ব্যাপারটি সত্যি বলতে আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।’