এশিয়া কাপ

আমিই দলকে ডুবিয়ে দিয়েছি: শাদাব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:46 সোমবার, 12 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ছেড়েছেন শাদাব খান। ফাইনাল হারের পর এই দায় নিজের ঘাড়ে তুলে নিচ্ছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। ফাইনাল ম্যাচটি জিততে না পারায় আফসোস করছেন তিনি।

লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকশের দুটি ক্যাচ ছাড়েন শাদাব। প্রথম ক্যাচটি যখন ছাড়েন তখন রাজাপাকশের হাফ সেঞ্চুরিও হয়নি। ৪৭ রানের ব্যাটিং করার সময় হারিস রউফের স্লোয়ারে উড়িয়ে মারেন তিনি। কিন্তু লংঅফে সেই ক্যাচ সহজেই ছাড়েন শাদাব।

এরপর রাজাপাকশে যখন ৫১ রানে ব্যাটিং করছিলেন তখন আবারও তার ক্যাচ ছাড়েন শাদাব। মোহাম্মদ হাসনাইনের করা সেই ওভারে তুলে মেরেছিলেন রাজাপাকশে। লং অন থেকে ছুটে আসেন আসিফ আলী। ক্যাচটি ছিল তারই। কিন্তু ডিপ মিড উইকেট থেকে ছুটে এসে আসিফের সঙ্গে সংঘর্ষ বাধান শাদাব।

ফলে মিস হয়ে যায় ক্যাচটি, উল্টো দড়ি পেরিয়ে ছক্কা হয় সেটি। শেষ পর্যন্ত ৫৮ রানে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ পাইয়ে দেন রাজাপাকশে। ৪৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কারও জিতে নেন তিনি।

ম্যাচ শেষে টুইটারে এসে ক্ষমা চান শাদাব, ‘ক্যাচ ম্যাচ জেতায়। দুঃখিত। এই হারের দায় নিচ্ছি আমি। আমিই দলকে ডুবিয়ে দিয়েছি।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মঞ্চে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৭০ রান করে শ্রীলঙ্কা। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ২৩ রানে।