বিগ ব্যাশ

বিগ ব্যাশে পর্যাপ্ত অর্থ মিলছে না অজিদের, দাবি স্মিথের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:08 মঙ্গলবার, 30 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ অনেক বেড়ে গেছে। বেড়ে গেছে অর্থের ঝনঝনানিও। এমন সময়েও পুরানো পথে হাঁটছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশ লিগ, এমনটা মনে করছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, স্থানীয় বা দেশি ক্রিকেটারদের প্রাপ্য মূল্যায়নটুকুও করতে পারছে না বিগ ব্যাশ লিগ।

বিগ ব্যাশের প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হয়েছিল স্যাম বিলিং, ডেভিড উইলির মতো ইংলিশ ক্রিকেটারদের। তাদের পারিশ্রমিক ধরা হয়েছিল তিন লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। অপরদিকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগগুলোতে খেলা দেশি ক্রিকেটাররা পুরো ১৪ ম্যাচ খেললে পাবেন ২ লাখ অস্ট্রেলিয়ান ডলার!

কিছুদিন আগেই বিগ ব্যাশ ছেড়ে একই সময়ে অনুষ্ঠিত হওয়া আরব আমিরাত লিগে খেলতে চেয়েছিলেন অজি ওপেনার ক্রিস লিন। কারণ সেখানে মিলবে বড় অঙ্ক। শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পুরো সময়ের জন্য ছাড়পত্র দেয়নি লিনকে। যার ফলে, বিগ ব্যাশে গ্রুপ পর্বের ১১ ম্যাচ খেলে তিনি চলে যাবেন আরব আমিরাত লিগে খেলতে।

এমন ঘটনা নজর এড়ায়নি স্মিথের, 'আপনি যদি বিশ্বজুড়ে অন্যান্য টুর্নামেন্ট দেখেন, তাহলে দেখবেন আপনার স্থানীয় ক্রিকেটারদেরই বেশি গুরুত্ব দিতে হবে। আমি কিছু ক্রিকেটার দেখছি যারা বড় অঙ্কের অর্থের আশায় টুর্নামেন্ট থেকেই সরে আসছে।'

লিনের মতো আরও অনেক ক্রিকেটার বিগ ব্যাশের পারিশ্রমিক কাঠামো নিয়ে হতাশ বলে মনে করছেন স্মিথ। অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার মনে করেন, দ্রুতই দেশি ক্রিকেটারদের খুশি করা উচিত সংশ্লিষ্টদের।

তিনি আরও বলেন, 'আমি কয়েকজন স্থানীয় ক্রিকেটারকে চিনি, যারা বড় মাপের ক্রিকেটার কিন্তু এই টুর্নামেন্টের বেতন নিয়ে অনেক হতাশ। তাই আমি মনে করি, স্থানীয় ক্রিকেটারদের খুশি করার উপায় খুঁজে বের করতে হবে।'