বিগ ব্যাশ

বিগ ব্যাশেও ফিরছেন পেইন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:36 মঙ্গলবার, 30 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছেন টিম পেইন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ শেফিল্ড শিল্ডে খেলতে ইতোমধ্যেই তাসমানিয়ার হয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। একইসঙ্গে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশেও দেখা যেতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

তাসমানিয়া দলের কোচ জেফ ভন হ্যারিকেন্সেও হেড কোচের দায়িত্বে আছেন। পেইনকে শেফিল্ড শিল্ডের তাসমানিয়া দল হয়ে বিগ ব্যাশের হ্যারিকেন্সে তিনিই খেলাতে চাচ্ছেন। যদিও এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। ইতোপূর্বে হ্যারিকেন্সের হয়ে ৪৩ ম্যাচ খেলেছিলেন পেইন।

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়কের বিগ ব্যাশে ফেরা প্রসঙ্গে ভন বলেন, 'দুই সপ্তাহ আগেই সে অনুশীলনে এসেছে এবং নেটে দারুণ অনুশীলন করছে। সে শারীরিকভাবে এখনও ফিট। মানসিকভাবেও দারুণ ফুরফুরে। একটা সম্ভাবনা আছে (বিগ ব্যাশ লিগে খেলার)। শেষ খেলোয়াড় হিসেবে সে এমন একজন ক্রিকেটার যে আমাদের বিবেচনায় আছে।'

'সে কিপিংও করছে এবং আমাদের বলছে তার কেমন লাগছে। নেটে তার কিপিং দক্ষতার ওপর আমাদের বিশ্বাস আছে। ১২ বা ১৮ মাস আগে সে যেভাবে অনুশীলন করত, এখনও সেভাবেই করছে।'

২০১৮ সালে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতির ঘটনার পর টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন পেইন। সর্বশেষ অ্যাশেজ শুরুর আগে অনেকটা অপ্রত্যাশিতভাবে মিডিয়ায় চলে আসে পেইনের কিছু অশোভনীয় বার্তা। ২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন তিনি।

যা মিডিয়ায় এলে গত অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন এই উইকেটকিপার ব্যাটার।