promotional_ad

ইনিংস ব্যবধানে জিতে সমতায় ফিরল ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকাকে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা টানল ইংল্যান্ড। বোলারদের দাপুটে পারফরম্যান্স এবং অধিনায়ক বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে এই জয় পেয়েছে ইংলিশরা। সিরিজে বর্তমানে ১-১ সমতা চলছে।


ইংল্যান্ড থেকে ২৪১ রানে পিছিয়ে থেকে, বিনা উইকেটে ২৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সাউথ আফ্রিকা। যদিও উইকেট হারাতে সময় নেয়নি তারা। জেমস অ্যান্ডারসনের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক ডিন এলগার (১১)।


promotional_ad

এর কয়েক ওভার পর আরেক ওপেনার সারেল এরউয়েকে ফেরান অলি রবিনসন। উইকেটরক্ষক বেন ফোকসের তালুতে ক্যাচ তোলার আগে এরউয়ে করেন ২৫ রান। দলীয় ৫৪ রানের মধ্যে এইডেন মার্করামের (৬) উইকেটও হারায় প্রোটিয়ারা।


তারপর ৮৭ রানের বড় জুটি গড়েন কিগান পিটারসেন এবং র‍্যাসি ভ্যান ডার ডাসেন। ১৩২ বলে ৪১ রান করা ডাসেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টোকস। সঙ্গী হারানোর এক ওভার পর ফিরে গেছেন পিটারসেনও (৪২)।


তাকেও ফিরিয়েছেন ইংলিশ অধিনায়ক স্টোকস। এই দুজনই ফোকসকে ক্যাচ দিয়ে ফিরেছেন। তারপর আর ঘুরে দাঁড়ানো হয়নি প্রোটিয়াদের। প্রথম ইনিংসে ১৫১ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে ১৭৯ রান তুলে অলআউট হয়।


লর্ডসে প্রথম টেস্ট ইংল্যান্ড হেরেছিল ইনিংস ও ১২ রানে। ম্যানচেষ্টারে ইনিংস ব্যবধানে জিতেই সমতায় ফিরল দলটি। প্রথম ইনিংসে অসাধারণ সেঞ্চুরি এবং দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টোকস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball