এশিয়া কাপ

শারজাহতে মিরপুর দেখছেন নবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 03:52 রবিবার, 28 আগস্ট, 2022

|| সৈয়দ সামি, দুবাই থেকে ||

পরিসংখ্যান আর শক্তিমত্তায় এগিয়ে থেকেই আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। যদিও ব্যাটে-বলের দাপটে সেই ম্যাচকেই একপেশে করে দাপুটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এমন জয়ের পর আত্মবিশ্বাসে টইটুম্বুর আফগান শিবির।

লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর অধিনায়ক মোহাম্মদ নবি কোনোভাবেই এটাকে আপসেট বলতে রাজি না। এশিয়া কাপকে সামনে রেখে পর্যাপ্ত পরিকল্পনা নিয়েই দুবাইয়ে পা রেখেছিল আফগানরা। এই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আইসিসির একাডেমী মাঠে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তারা।

নবি মনে করেন এই পরিশ্রমেরই সুফল পেয়েছে তার দল। আফগান দলপতি বলেন, 'আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। এটাকে আপসেট বলা যাবে না। আমরা উপযুক্ত পরিকল্পনা নিয়ে এশিয়া কাপে খেলতে এসেছি। আমরা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছি। দলের অবস্থাও দারুণ। আমরা এখন পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি।'

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর গ্রুপ 'বি' থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার পথ অনেকটাই সুগম করেছে নবির দল। আগামী ৩০ আগস্ট শারজাহর মাঠে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান। আপাতত সেই ম্যাচেই মনোযোগ দিতে চান আফগান অধিনায়ক।

বাংলাদেশ আফগানিস্তানের চেনা প্রতিপক্ষ। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে বেশ কয়েকজন ক্রিকেটারের। নবি-রশিদ খানদের তো শের ই বাংলার মাঠ হাতের তালুর মতো চেনা। এবার নিজেদের ঘরের মাঠ বানিয়ে নেয়া সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা।

আফগানদের চেনা মাঠ হলেও বাংলাদেশও এই ধরনের উইকেটে খেলেই অভিজ্ঞ। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দুই দলকেই সমান অবস্থানে রাখছেন নবি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর নিজেদের পা মাটিতে রেখেই নিজেদের পরিকল্পনা সাজাতে চান তিনি।

নবি বলেন, 'আমরা বাংলাদেশে অনেক ম‍্যাচ খেলি। আমি এখনও জানি না, (শারজাহর) পিচ কেমন আচরণ করবে। কখনও যথাযথ ব‍্যাটিং মেলে, কখনও কখনও টার্নিং উইকেট পাওয়া যায়। বাংলাদেশও দেশের মাটিতে এই ধরনের উইকেটেই প্রচুর ম‍্যাচ খেলে। আর আমরা শারজাহতে অনেক ম‍্যাচ খেলি। এই মাঠের উইকেট দুই দলের জন‍্যই মানানসই হতে পারে।'