বিগ ব্যাশ

বিগ ব্যাশে ১১ ম্যাচ খেলে আমিরাতে খেলবেন লিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:50 বৃহস্পতিবার, 25 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এবার একই সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও আরব আমিরাতের নতুন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) টুর্নামেন্ট। একই সময়ে মাঠে গড়ালেও দুই দেশে দুটো লিগেই খেলবেন ক্রিস লিন।

আইএল টি-টোয়েন্টিতে অর্থের পরিমাণ বেশি হওয়ায় শুরু থেকেই শুধুমাত্র এই লিগে খেলতে চেয়েছিলেন লিন। তবে অজি এই ওপেনারকে বাধা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিজেদের দেশের লিগ বাদ দিয়ে অন্য দেশে খেলার অনাপত্তিপত্র দিতে রাজি হচ্ছিল না সিএ।

অভিনব এক পন্থায় দুই লিগেই খেলার পথ বের করেছেন লিন। বিগ ব্যাশ ইতিহাসের সর্বোচ্চ এই রান সংগ্রাহক এবারের আসরে গ্রুপ পর্বের ১৪ ম্যাচের মধ্যে ১১টি খেলবেন। তারপর চলে যাবেন আরব আমিরাতে। সিএ'র কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণেই অবশ্য তাকে ছাড়পত্র দিচ্ছে সংশ্লিষ্টরা।

২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে বিগ ব্যাশ থেকে ছুটি পাবেন লিন। ফলে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১টির বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি। বড় একটা সময় বিগ ব্যাশে কাটানোয় ৬ জানুয়ারি আরব আমিরাতে শুরু হওয়া লিগের শুরুর দিকের ম্যাচগুলো খেলবেন না লিন।

বিগ ব্যাশে এর আগে কেবল ব্রিসবেন হিটের হয়েই খেলা হয়েছে লিনের। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিন হাজারের বেশি রান আছে তার। আছে রেকর্ড ১৮০টি ছক্কাও।

এবার নতুন আসরে তার গন্তব্য অ্যাডিলেড স্ট্রাইকার্স। এছাড়া আইএল টি-টোয়েন্টিতে লিন খেলবেন গালফ জায়ান্টসের হয়ে। এই দলে লিন ছাড়াও খেলবেন শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, টম ব্যান্টন, ডমিনিক ড্রেকস ও ডেভিস ভিসেরা।