প্রথম পাকিস্তানি হিসেবে আমিরাতের লিগে আজম খান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 শনিবার, 20 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেও খেলার অনুমতি পাননি আজম খান। সিপিএলে খেলার জন্য অনাপত্তি পত্র না পাওয়া এই উইকেটকিপার ব্যাটার এবার দল পেলেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। ডেজার্ট ভাইপারসের হয়ে খেলবেন পাকিস্তানের এই ক্রিকেটার।

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াতে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। এদিকে সিপিএল শুরু হবে ১ সেপ্টেম্বর। নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য  সিপিএলের অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আমিরাতের লিগে চুক্তি করেছেন তিনি।

এদিকে আজম ছাড়াও ভাইপারসের হয়ে খেলবেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, টম কারান, সাকিব মাহমুদ, বেন ডাকেট, বেনি হাওয়েল। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড ও শেলডন কটরেলের সঙ্গে চুক্তি করেছে দলটি।

নিউজিল্যান্ডের কলিন মুনরো, নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে, নামিবিয়ার বাঁহাতি পেসার রুবেন ট্রাম্পলমানকে দলটির হয়ে খেলতে দেখা যাবে। ভাইপারসের কোচিং প্যানেলে দেখা যাবে টম মুডি এবং জেমস ফস্টারকে।

ডেজার্ট ভাইপারস: ওয়ানিন্দু হাসারাঙ্গা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, টম কারান, সন্দীপ লামিচানে, রুবেন ট্রাম্পলমান, সাকিব মাহমুদ, শেরফান রাদারফোর্ড, বেন ডাকেট, বেনি হাওয়েল, শেলডন কটরেল এবং আজম খান।