এশিয়া কাপ

এশিয়া কাপে ওয়াসিম আকরাম-শাস্ত্রীদের সঙ্গী আথার আলী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:34 শুক্রবার, 19 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট-প্যাড তুলে রাখার পর ধারাভাষ্যকার হিসেবে সুনাম কুড়িয়েছেন রবি শাস্ত্রী। মাঝে কোচ হিসেবেও ভারতকে সাফল্য এনে দিয়েছেন তিনি। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর আবারও ধারাভাষ্যে ফেরেন শাস্ত্রী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ‍(আইপিএল) পর ইংল্যান্ড-ভারত সিরিজেও ধারাভাষ্য দিয়েছেন তিনি। এবার ৬ দলের এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন শাস্ত্রী। যেখানে ভারতের এই ধারাভাষ্যকারের সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশের আথার আলী খানও।  

এশিয়া কাপের এবারের আসরের ধারাভাষ্যকারদের তালিকায় শাস্ত্রী-আথার আলীর সঙ্গে রয়েছেন ভারতের ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দীপ দাশগুপ্ত, সঞ্জয় মাঞ্জরেকার, শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

যারা সবাই এবারের এশিয়া কাপে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন। এদিকে হিন্দিতেও খেলার বিররণী দেয়ার ব্যবস্থা করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্ক। যেখানে ধারাভাষ্য দেবেন আকাশ চোপড়া, জাতিন স্যাপরু, শাস্ত্রী, গম্ভীর, ইরফান, মাঞ্জরেকার, সঞ্জয় বাঙ্গার এবং দীপ দাশগুপ্ত।

আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপের লড়াই। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। যেখানে গ্রুপ ‘এ’ তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 

গ্রুপ ‘বি’ তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান ও বাংলাদেশ। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ১১ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ফাইনাল।