ভারত

ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার আলোচনা ফালতু: রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:23 বৃহস্পতিবার, 18 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টি-টোয়েন্টি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা। ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেটার সবারই আগ্রহের কেন্দ্রে এই ২০ ওভারের ক্রিকেট। তাই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। তবে তাদের এসব আলোচনায় একেবারেই দ্বিমত পোষণ করেছেন রোহিত শর্মা। ভারতের অধিনায়কের মতে, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনা করাটাই ফালতু কাজ।

এমনিতেই ফ্যাঞ্চাইজি লিগের কারণে কোণঠাসা হয়ে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি। তার মধ্যে এ বছর সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকায় আরও নতুন দুটি ফ্যাঞ্চাইজি লিগ চালু হতে যাচ্ছে। ক্রিকেটাররাও আগ্রহ দেখাচ্ছেন এসব লিগে খেলার জন্য।

সম্প্রতি নিউজিল্যান্ডের বর্ষীয়ান পেসার ট্রেন্ট বোল্ট নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, ব্যস্ত সূচি এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি আগ্রহ। তাছাড়া এই ব্যস্ত সূচির কারণে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকসও। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে দ্বিধা আছে অনেকের মধ্যেই।

অবশ্য রোহিত এসব নিয়ে ভাবতেই চান না। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ওপেনার বলেন, 'আমার নাম-যশ হয়েছে ওয়ানডে ক্রিকেট দিয়ে। (ওয়ানডে হারিয়ে যাবে কিনা) এসব আলোচনা একদম ফালতু। লোকে আগে টেস্ট ক্রিকেট নিয়েও এসব বলেছে। আমার মতে, ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংস্করণ যেটাই হোক।'

অন্যরা যেখানে ওয়ানডে ক্রিকেটের আকাশে শঙ্কার কালো মেঘ দেখছেন, সেখানে রোহিত শোনালেন একেবারেই ভিন্ন কথা। ভারত যখন ওয়ানডে ম্যাচ খেলে তখন অন্য দুই সংস্করণের চেয়ে বেশি দর্শক মাঠে আসেন এবং খেলা উপভোগ করেন, এমনটাই জানিয়েছেন রোহিত।

ভারতের অধিনায়ক বলেন, 'যখনই আমরা ওয়ানডে খেলি, গ্যালারি পরিপূর্ণ থাকে। রোমাঞ্চ-উত্তেজনা তুঙ্গে থাকে। কে কোন সংস্করণ খেলবে, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তবে আমার মতে, তিন সংস্করণের গুরুত্বই রয়ে যাবে।'