এশিয়া কাপ

মুশফিক বিকেএসপিতে ওপেনার হিসেবেই শুরু করেছে: ফাহিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 বুধবার, 17 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপের বিকল্প ওপেনার হিসেবে আরও কয়েকজনের পাশাপাশি নাম উঠেছে মুশফিকুর রহিমেরও। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন নাজমুল আবেদীন ফাহিম। দেশের অন্যতম সেরা কোচ মনে করিয়ে দিলেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হওয়ার সময়ে মুশফিক ওপেনার ছিলেন! তবে নিয়মিত ওপেনারদের বাদ দিয়ে মুশফিককে ওপেন করানোর পক্ষে নন ফাহিম।

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে স্বীকৃত ওপেনার হিসেবে আছেন মাত্র দুজন, এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। এর মধ্যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বিজয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত ইমন।

কিছুদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তিনি টি-টোয়েন্টি খেলেন না তারও আরো এক-দেড় বছর আগে থেকেই। তার অবর্তমানে বেশ কয়েকজন ওপেনারকে খেলালেও তারা ভালো করতে পারেননি। তাই চিন্তার ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের কপালে। এ কারণেই নাম উঠছে মুশফিকের।

ফাহিম বলেন, 'মুশফিকও হতে পারে। বিকেএসপিতে যখন মুশফিক খেলা শুরু করেছিল তখন কিন্তু সে ওপেনার হিসেবেই খেলেছে। ব্যক্তিগতভাবে এটা আমি জানি। পরে ক্যারিয়ারের কারণেই সে মিডল অর্ডারে চলে গেছে। অবশ্যই সে মিডল অর্ডারের একজন ব্যাটার। ওপেনিং ব্যাটিং করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না, নিজেকে ও কতটুকু প্রস্তুত করতে পারবে। ওর অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে। যদি প্রয়োজন হয় মুশফিক করতে পারে, তবে অন্যরাও আছে।'

ফাহিমের বিশ্বাস, বিজয় এবং ইমন- দুজনকেই এশিয়া কাপে ওপেনিং করানো উচিত টিম ম্যানেজমেন্টের। বিকল্প কোনো ওপেনারের কথা উঠিয়ে স্বীকৃত দুই ওপেনারের আত্মবিশ্বাসে চিড় ধরাতে চান না তিনি।

ফাহিম আরও বলেন, 'আসলেই করবে কিনা আমি জানি না। দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে। আমরা যদি আলোচনাটা মুশফিককে নিয়ে করি, তাহলে ওই দুই ওপেনার স্বস্তিতে থাকবে না। ওদের ব্যাক করা (পক্ষে থাকা) উচিত। যেন ওরা ভালো করতে পারে।'

'ওরা যদি ভালো করতে পারে, সেটাই সবচেয়ে সেরা হবে। ওদের মধ্যে কেউ যদি ব্যর্থ হয় বা অসুস্থ হয় তখন অন্য ওপেনার নিয়ে ভাববে টিম ম্যানেজমেন্ট। অনেক অপশনই আমাদের হাতে আছে যারা এমনিতে নিচের দিকে খেলে, কিন্তু মাঝেমধ্যে উপরে খেলেছে। সুতরাং অপশন আছে।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে একবারই ইনিংসের সূচনা করেছিলেন মুশফিক। ২০১৯ সালের আফগানিস্তান সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩ বলে ৫ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার।