ভারতীয় ক্রিকেট

কোহলি এশিয়া কাপেই স্বরূপে ফিরবে, প্রত্যাশা সৌরভের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:02 মঙ্গলবার, 16 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন এশিয়া কাপে স্বরূপে ফিরবে বিরাট কোহলি, এমনটাই প্রত্যাশা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির। কোহলি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।

কোহলি প্রসঙ্গে সৌরভ বলেন, 'তাকে অনুশীলন করতে দিন, ম্যাচ খেলতে দিন। সে অনেক বড় মাপের ক্রিকেটার এবং অনেক অনেক রান করেছে। আমি আশা করি, সে ফিরে আসবে। সে শুধু সেঞ্চুরিটাই করতে পারছে না। আমি বিশ্বাস করি, এশিয়া কাপেই সে তার ফর্ম খুঁজে পাবে।'

আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি।

২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে থাকবে কোয়ালিফায়ার খেলে আসা আরেকটি দল। এশিয়া কাপের আরেকটি গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।