ভারতীয় ক্রিকেট

ইউরোপিয়ান ফুটবলের মতো হয়ে যাচ্ছে ক্রিকেট: কপিল দেব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:43 মঙ্গলবার, 16 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টির জনপ্রিয়তার কাছে হুমকি হয়ে উঠেছে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ। ক্রিকেটের দুই কুলীন ফরম্যাটকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

ক্রিকেট দিন দিন ইউরোপিয়ান ফুটবলের মতো হয়ে যাচ্ছে বলেও মনে করেন এই ভারতীয় অলরাউন্ডার। ফুটবল এখন পুরোটাই ক্লাব ভিত্তিক। বিশ্বকাপ আর আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট ছাড়া আন্তর্জাতিক ফুটবল নিয়ে উন্মাদনা দেখাই যায় না।

ক্রিকেটও সেই পথেই এগোচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর অনুযায়ী এই মৌসুম থেকে প্রায় ৮ মাস চলবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। মূলত এ কারণেই ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কপিল ইউরোপিয়ান ফুটবলের উদাহরণ দিয়ে বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট ক্রমে মলিন হয়ে যাচ্ছে। আইসিসির এখন আরও অনেক বড় দায়িত্ব খেলাটাকে রক্ষা করার। এটা তো ইউরোপিয়ান ফুটবলের মতো হয়ে যাচ্ছে। ফুটবলে দেশের সঙ্গে দেশ খুব একটা খেলে না, চার বছরে একবার খেলে। ক্রিকেটেও কি এরকম হচ্ছে, শুধু বিশ্বকাপ হবে আর বাকি সময়টায় ক্লাব ক্রিকেট?'

অনেক ক্রিকেটারই এখন আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার মনোযোগ দিচ্ছেন। তাই এই ব্যাপারে আইসিসিকে সতর্ক করে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, 'ক্রিকেটাররাও কি দিনশেষে শুধু আইপিএল, বিগ ব্যাশ বা এরইরকম লিগে খেলবে? আইসিসিকে তাই আরও সময় নিয়ে দেখতে হবে, তারা কীভাবে ওয়ানডে ক্রিকেট ও টেস্ট ম্যাচ ক্রিকেটকে রক্ষা করতে পারে, শুধু ক্লাব ক্রিকেট নয়।'

এক সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলতে ছিল শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরপর বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) যোগ হয়েছে। আগামী বছর থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। আরও পর্দা উঠছে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির। এমনটা চলতে থাকলে আন্তর্জাতিক ক্রিকেট শুধু বিশ্বকাপে দেখা যাবে বলে মনে করেন তিনি।

কপিলের ভাষ্য, 'ক্লাব ক্রিকেট কিছু সময়ের জন্য হলে ঠিক আছে। ধরলাম, বিগ ব্যাশ ঠিক আছে। কিন্তু এখন সাউথ আফ্রিকার লিগ আসছে, আমিরাতের লিগ আসছে। সব দেশই নিজেদের ক্লাব ক্রিকেট আনছে। তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেট শুধু দেখা যাবে বিশ্বকাপেই।'