এশিয়া কাপ

এশিয়া কাপে ওপেনিং করতে পারেন সাকিব-মুশফিক!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:55 সোমবার, 15 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে স্বীকৃত ওপেনার হিসেবে আছেন মাত্র দুজন, এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। এর মধ্যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বিজয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত ইমন। এই দুজনকেই ওপেনার হিসেবে বিবেচনায় নিতে হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।

যদি কোনো ওপেনার চোটে পড়েন তখন বিপদে পড়তে হবে বাংলাদেশকে। অবশ্য সেই চিন্তাও মাথায় আছে বাংলাদেশ দলের। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও বেশ কয়েকজন বিবেচনায় রয়েছেন।

মূলত ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করার অভিজ্ঞতা আছে যাদের তাদেরকে বিবেচনায় রাখা হয়েছে। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী রয়েছেন। অবশ্য টিম কম্বিনেশনের কথা চিন্তা করেই ওপেনিং জুটি বাছাই করা হবে জানিয়েছেন সুজন।

তিনি বলেন, 'আমাদের এখানে স্বীকৃত ওপেনার বলতে বিজয় অথবা ইমন। বাকি অনেকেই কিন্তু লোকাল ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং আক্রমণ তাদের বিপক্ষে কাদের ওপেন করাবো এটাই চিন্তা করতে হবে। মুশফিক হতে পারে। বলা যায় না এটা সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। আমাদের অনেকগুলো অপশন আছে। তবে কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করবো।'

কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। যদিও তিনি টি-টোয়েন্টি খেলেন না আরও এক-দেড় বছর আগে থেকেই। তার অবর্তমানে বেশ কয়েকজন ওপেনারকে খেলালেও তারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই চিন্তার ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের কপালে।

সুজন বলেন, 'আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ওদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করবো কোনো কোনো জায়গায়, চিন্তা করবো ওরকম। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।'