সাউথ আফ্রিকা ক্রিকেট

সাউথ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মহারাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:38 সোমবার, 15 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কেশভ মহারাজ। একই দিনে সাউথ আফ্রিকার নারী ক্রিকেটের সেরা নির্বাচিত হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।

গত রবিবার (১৪ আগস্ট) ২০২১-২২ মৌসুমে সাউথ আফ্রিকার সেরাদের নাম ঘোষণা করা হয়। যেখানে ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নেন মহারাজ ও খাকা।

মূলত তিন ফরম্যাটে দাপুটে পারফরম্যান্সের জন্য এই পুরস্কার জিতেন মহারাজ। বাঁহাতি এই স্পিনার পুরস্কারের জন্য বিবেচিত সময়ে মোট ৭১ উইকেট নেন।

এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হ্যাটট্রিক এবং বাংলাদেশের সিরিজে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে সাত উইকেট শিকারের কৃতিত্বও ছিল।

এদিকে পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন কাগিসো রাবাদা। সবশেষ আট টেস্টে ৪৩ উইকেট নেন এই ফাস্ট বোলার। একই সঙ্গে টি-টোয়েন্টির সেরা নির্বাচিত হয়েছেন এইডেন মারক্রাম।

বিবেচিত সময়ের মধ্যে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৩৯১ রান করেন এই মারকুটে ব্যাটার। অসাধারণ পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে আসেন তিনি। এছাড়াও সমর্থকদের ভোটে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন সীমিত ওভারের দলের আগ্রাসী ব্যাটার ডেভিড মিলার।