ইনজুরিতে ইংল্যান্ড সফর শেষ ওলিভিয়ারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:30 রবিবার, 14 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গোঁড়ালির চোটে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি কাগিসো রাবাদার। সিরিজ শেষ হলেও ইনজুরি পিছু ছাড়েনি সাউথ আফ্রিকা দলের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোটে পড়লেন আরেক পেসার ডুয়ান ওলিভিয়ার। 

হিপ ফ্লেক্সার চোটে ইংল্যান্ড সফর শেষ এই প্রোটিয়া পেসারের। এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তবে ওলিভিয়ারের বদলি কারও নাম ঘোষণা করেনি সাউথ আফ্রিকা।

ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন ওলিভিয়ার। প্রস্তুতি ম্যাচে ১৩ ওভার বোলিং করা এই পেসার নিয়েছেন মাত্র দুটি উইকেট। এদিকে প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৫৬ রানে হেরেছে সাউথ আফ্রিকা। 

ওলিভিয়ারের বর্তমান অবস্থা নিয়ে দলটির চিকিৎসক হাসেন্দ্র রামজি বলেন, ‘চারদিনের ট্যুর ম্যাচের তৃতীয় দিনে খেলা শেষ হওয়ার সময় ডুয়েন তার ডান নিতম্বের ফ্লেক্সার পেশীতে অস্বস্তি অনুভব করেন।’

‘ক্লিনিকাল মূল্যায়নের পরে, তাকে এমআরআই স্ক্যানের জন্য রেফার করা হয়। চোটের পরিমাণের কারণে, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন এবং দেশে ফিরে যাবেন।’

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), মার্কো জেনসেন, সাইমন হার্মার, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, লুথো সিপামলা, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), খাইয়া জোন্ডো এবং গ্লেন্টন স্টুরম্যান।