আইপিএল

রাজস্থানের মালিকের বিরুদ্ধে থাপ্পড়ের অভিযোগ টেলরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:20 শনিবার, 13 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে রস টেলরের আত্মজীবনী গ্রন্থ 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'। সেখানে নিজের জীবনের উল্লেখযোগ্য সব তথ্য তুলে ধরেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। সেখানে রয়েছে বেশ কিছু বিস্ফোরক তথ্যও।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ২০১১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ঘটনা নিয়ে। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় তাকে থাপ্পড় মেরেছিলেন দলটির এক মালিক। সেখানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক ও প্রধান কোচের দায়িত্ব পালন করা শেন ওয়ার্নও।

এ প্রসঙ্গে নিজের আত্মজীবনীতে টেলর লিখেন, 'আমরা ১৯৫ রান তাড়া করছিলাম। আমি এলবিডব্লিউ হয়ে শূন্য রান করে ফিরেছিলাম এবং আমরা জয়ের কাছাকাছিও যেতে পারিনি। ম্যাচ শেষে টিম, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট হোটেলের উপরের তলায় একটি বারে ছিল। লিজ হার্লি, ওয়ার্নিও সেখানেও ছিল।'

থাপ্পড়ের ঘটনা বর্ণনা করে টেলর লিখেছেন, 'রয়্যালসের মালিকদের একজন আমাকে বলেছিলেন, ‘রস, ডাক মারার জন্য আমরা আপনাকে এক মিলিয়ন ডলার দেইনি।’ এরপরই তিনি আমার মুখে তিন বা চার বার চড় মেরেছিলেন। তিনি হাসছিলেন এবং থাপ্পড় বেশ জোরে ছিল না। কিন্তু আমার মনে হয় না এটা অভিনয় ছিল। এই পরিস্থিতিতে আমি এটাকে ইস্যু করতে চাচ্ছিলাম না। তবে পেশাদার ক্রীড়া পরিবেশে এমনটা ঘটবে আমি কল্পনাও করিনি।'

২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন টেলর। এরপর ২০১০ সাল পর্যন্ত দলটির হয়ে খেলেছেন তিনি। এরপর আইপিএলের নিলাম থেকে ১ মিলিয়ন ডলারে টেলরকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।

অবশ্য সেবার বেঙ্গালুরুতেই থাকতে চেয়েছিলেন তিনি। রয়্যালসের হয়ে অবশ্য প্রথম মৌসুমটি ভালো যায়নি এই কিউই ব্যাটারের। সেবার ১২ ম্যাচে তার ব্যাট থেকে আসে মোটে ১৮১ রান। এই মৌসুমের পর তিনি দল ছেড়ে যোগ দেন দিল্লি ডেয়ার ডেভিলসে। এরপর খেলেছেন পুনে ওয়ারিয়র্সেও।