এশিয়া কাপ

বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:37 শনিবার, 13 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অবসান ঘটল সব জল্পনা-কল্পনার। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক করা হয়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগেই গুঞ্জন ছিল আবারও টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন সাকিব। শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরে শনিবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সভা করতে আসেন সাকিব। সেখানেই তার হাতে নেতৃত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এরপর গণমাধ্যমের সঙ্গে জালাল ইউনুস ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

সাকিবকে অধিনায়ক ঘোষণা করে জালাল ইউনুস বলেন, 'আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, যার পরে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ। আমরা যে সভা করেছিলাম সেখানে বোর্ডের একটা সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটা আজকে আবার আলোচনা করেছি। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এবং নির্বাচকরা ছিলেন। এই কয়েকটা সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি। এশিয়া কাপ, নিউজিল্যান্ড ট্রাই সিরিজ তার বিশ্বকাপ পর্যন্ত।'

এর মধ্যে দিয়ে তৃতীয় মেয়াদে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন তিনি। এর আগে ২০০৯ সাল ও ২০১৭ সালে এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন এই অলরাউন্ডার। সাকিবের অধীনে ২১ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও সাফল্যের চেয়ে ব্যর্থওতার পাল্লা ভারী।

২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে। এবার দেখার বিষয় তৃতীয় মেয়াদে সাফল্যের পাল্লা আরও কতখানি বাড়াতে পারেন তিনি। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরই মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। 

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে পাঠায় বিসিবি। দ্বিতীয় টি-টোয়েন্টির পর তিনি ছিটকে গেলে তৃতীয় ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই সিরিজের পরই সাকিবকে নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।