বাংলাদেশ 'এ' দল

সাইফের সেঞ্চুরির পর মৃত্যুঞ্জয়ের দুই উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:56 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সাইফ হাসান। তার অসাধারণ সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের সংগ্রহ দুই উইকেটে ৪৩ রান। এখনো ২৫৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এ দিন দুটি উইকেটই নিয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ক্যারিবিয়ানদের হয়ে উইকেটে আছেন ত্যাগনারায়ণ চন্দরপল (২১*) এবং জশুয়া দা সিলভা (১২*)।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৫ উইকেটে ১৫৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের দেখেশুনে খেলতে থাকেন দুই ব্যাটার সাইফ হাসান ও জাকের আলী অনিক। উইকেটে মাটি কামড়ে পড়ে থাকার সঙ্গে বাজে বলে দারুণ সব শট খেলে চার মেরেছেন তারা দুজন।

সকালের শুরু থেকেই দারুণ সব শট খেলেন সাইফ। কখনও পুল আবার কখনও ড্রাইভ করে চার মেরেছেন ডানহাতি এই ব্যাটার। আগের দিন হাফ সেঞ্চুরি তুলে নেয়া সাইফ এদিন সেঞ্চুরি পেয়েছেন ২৮০ বলে। গ্রিভস জাস্টিনের বলে লং অন দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সাইফ।

ডানহাতি এই ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন জাকের আলী। তবে ব্যক্তিগত ৩৩ রানে ফিরে যেতে হয় তাকে। জাকেরের বিদায়ে ভাঙে সাইফের সঙ্গে ১০১ রানের জুটি। জাকেরের বিদায়ের পর থিতু হতে পারেননি নাঈম হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। তবে তানভির ইসলামকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাইফ।

তানভিরের সঙ্গে ২৮ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত দেড়শ রান ছোঁয়া হয়নি ডানহাতি এই ব্যাটারের। ইয়ানিক কারিয়াহর অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলে মাত্র ৪ রানের জন্য দেড়শ পূরণ করতে পারেননি। দারুণ ব্যাটিং করা সাইফ ৩৪৮ বলে ১৪৬ রান করে আউট হলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ।

পুরো ইনিংসে মোট ৮ ঘণ্টা ১৪ মিনিট (৪৯৪ মিনিট) লড়াই করে সেঞ্চুরি তুলে নেন সাইফ। অসাধারণ ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ৪ ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নেন কলিন আর্চিবল্ড ও অ্যান্ডারসন ফিলিপ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ‘এ’ দল (১ম ইনিংস)- ৩০০/৯ ডিক্লে (১২৬.৪ ওভার) (সাইফ ১৪৬, সাদমান ২৫, জাকের আলী ৩৩; কলিন ৩/৪৮, অ্যান্ডারসন ৩/৭২)।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (১ম ইনিংস)- ৪৩/২ (১৮ ওভার) (চন্দরপল ২১*, দা সিলভা ১২*; মৃত্যুঞ্জয় ২/১৯)।