ডারবানের হয়ে খেলবেন লক্ষ্ণৌয়ের ঘরের ছেলে ডি কক-হোল্ডার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:11 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিকানা রয়েছে আরপিএসজি গ্রুপ। তারাই সাউথ আফ্রিকার নতুন লিগে ডারবানের ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে। ড্রাফটের আগেই তারা দল গোছানো শুরু করে দিয়েছে।

এরই মধ্যে কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, রিচ টপলি ও প্রেনেলান সুবরায়েনকে দলে ভিড়িয়েছে তারা। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল ড্রাফটের আগে সর্বোচ্চ একজন অনভিষিক্ত সাউথ আফ্রিকার ক্রিকেটার, তিনজন বিদেশি ক্রিকেটার ও অন্য যেকোনো দেশের একজন অনভিষিক্ত ক্রিকেটার নিতে পারবে।

সেই নিয়ম মেনেই পাঁচ ক্রিকেটারকে দলে নিয়েছে ডারবানের ফ্র্যাঞ্চাইজিটি। এই ক্রিকেটারদের দলে স্বাগত জানিয়েছেন আরপিএসজির চেয়ারম্যান সঞ্জিব গোয়েঙ্কা। তিনি মনে করেন এই ক্রিকেটাররা দলটিতে ভিন্ন মাত্রা যোগ করবেন।

তিনি বলেন, 'আমি সব ক্রিকেটারদের আরপিএসজি ডারবান ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। অনেক আশা ও প্রত্যাশা নিয়ে এটা নতুন শুরু। আমরা আত্মবিশ্বাসী যে প্রতিভাবান খেলোয়াড়রা দলে ভিন্ন মাত্রা যোগ করবে এবং আমাদের পারফরম্যান্সের মূল দর্শনকে ধরে রাখবে।'

ডি কক, হোল্ডার ও মেয়ার্স লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঘরের ছেলে। তারা আইপিএলের সর্বশেষ আসরে দলটির হয়ে খেলেছেন। এবার একই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন দলে দেখা যাবে তাদের। সর্বশেষ আইপিএলে ১৫ ম্যাচে ডি কক করেছিলেন ৫০৮ রান।

আর হোল্ডার ১২ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। দুজনের পারফরম্যান্সে মুগ্ধ হয়েই এবার তাদের দলে ভিড়িয়েছে ডারবান। এদিকে মেয়ার্স লক্ষ্ণৌয়ের স্কোয়াডে থাকলে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। তবে মারকুটে ব্যাটিংয়ের দক্ষতার কারণেই তাকে দলে নিয়েছে ডারবান।

অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে সুবরায়েনকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা এই অফ স্পিনারকে দলে নিয়ে কিছুটা চমকই দিয়েছে দলটি। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭ ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি।

আর ৭৯ টি-টোয়েন্টিতে তার দখলে রয়েছে ৬৯ উইকেট। ব্যাট হাতেও তার কর্যকরী বেশ কিছু ইনিংস রয়েছে। তার স্ট্রাইক রেট ১২১ এর বেশি। এ ছাড়া ইংল্যান্ডের বেশালদেহী পেসার টপলি দারুণ ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।