বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

সবাই চাচ্ছিলো আমি যেন রান করি: বিজয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:22 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রত্যাবর্তনের এই সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার। এক টেস্ট খেলে করেছিলেন ২৩ ও ৪। এরপর তিন টি-টোয়েন্টি মিলিয়ে করেছিলেন মাত্র ২৯ রান।

স্বরূপে ফিরতে অবশ্য সময় নেননি বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৫৬ রান করলেও ওয়ানডেতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬৯ রান। গড়টা ৫৬.৩৩ আর স্ট্রাইক রেট ১০৬.৯৬। দেশে ফিরে বিজয় জানিয়েছেন সতীর্থদের কাছ থেকে দারুণ সহযোগীতা পেয়েছেন তিনি।

বিজয় বলেন, 'আসলে আমি যখন অনেকদিন পর দলে আসলাম। আমি প্রতিটা খেলোয়াড়ের কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পেয়েছি। অবশ্যই তামিম ভাইয়ের কাছ থেকে রিয়াদ ভাই কাছ থেকে, জুনিয়রদের মধ্যে আফিফ আছে তাসকিন আছে মোসাদ্দেক আছে, লিটন আছে। তো সবাই আসলে আমাকে ভালো মতো গ্রহণ করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেক পর এসেছি। ওরা আসলে দলে আমরা পরিবারের মতো ছিলাম।'

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন বিজয়। তিনি মনে করেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার কারণে তার কাছ থেকে প্রত্যাশা ছিল সবার। প্রত্যাশা পূরণ করতে পেরেই দারুণ খুশি এই ডানহাতি ব্যাটার।

বিজয়ের ভাষ্য, 'এটা একটা ভালো দিক যে পারফরম্যান্স করার জন্য অনেক বেশি উৎসাহিত করে এবং সহজ হয়ে যায়। আমার মনে হয় যে প্রতিটি খেলোয়াড়ই চাচ্ছিল যে আমি রান করি। যেহেতু আমি প্রথম শ্রেণি বলেন বা প্রিমিয়ার লিগ বলেন বেশ ভাল খেলে গিয়েছি। তো এ কারণে সবাই চাচ্ছিল যে আমি পারফর্ম করি এবং ওই দোয়াটা আসলে কাজে লেগেছে এবং মানুষ অনেকেই চাচ্ছিল যে রান করি। আমি এটাই মনে করি যে সবার দোয়া ছিল, সবাই চেয়েছিল এজন্য আমি পারফরম্যান্স করতে অনেক সহজ হয়ে গেছে।'

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রান-বন্যা বইয়ে দিয়েছেন বিজয়। তারই ফল স্বরূপ ডাক পেয়েছেন জাতীয় দলে। লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন তিনি। তিন সেঞ্চুরি ও আট ফিফটিতে বিজয়ের ব্যাট থেকে এসেছে ১ হাজার ১৪২ রান। আর তাতেই খুলে যায় জাতীয় দলের দরজা।

সুযোগ কাজে লাগানোর তৃপ্তি নিয়ে বিজয় বলেন, 'অনেকদিন পর ওয়ানডে দলে আসলাম এ জন্য খুব ভালো লাগছে, খুব এক্সসাইটেড ছিলাম আসলে। অনেক কঠোর পরিশ্রম করেছি, অনেকদিন এরকম সময় পার করেছি। আসলে তিন বছর পর যেহেতু আসছি চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রসেসটা ঠিক রাখা। '