আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:28 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে শুরুতেই লিড নিয়েছিল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ থেকে পাওয়া সেই আত্মবিশ্বাস এবার ভালোভাবেই কাজে লাগিয়েছে আইরিশরা। ৫ উইকেটের ব্যবধানে এই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

১২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। আগের ম্যচে দুর্দান্ত ব্যাটিং করা পল স্টার্লিং এদিন সাজঘরে ফিরেছেন শুরুতেই। এর আগে তার ব্যাট থেকে এসেছে ১২ বলে ৪ রান। 

এই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর অবশ্য ঘুরে দাঁড়ায় আইরিশরা। আরেক ওপেনার অ্যান্ডি বার্লবির্নির ব্যাটে জয়ের পথেই থাকে দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন তিনি। তিন নম্বরে নেমে কিছুটা ধীর গতির ব্যাটিং করছেন লরকান টাকার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৮ রান। 

এর পর হ্যারি টেক্টরও দ্রুত ফিরেছেন। তবে জর্জ ডকরেলকে ১৯ বলে অপরাজিত ২৫ রান করলে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। আফগানিস্তানের হয়ে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবি।

এর আগে বেলফাস্টে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। দুই আগফান ওপেনারই সমান ১ রান করে সাজঘরে ফিরেছেন। ২০ রান তুলতেই দুই ওপেনারকে হারানো আফগানিস্তান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নবির দল। একমাত্র হাশমতউল্লাহ শাহিদি উইকেটে থিতু হতে পেরছেন। তবে এই টপ অর্ডার ব্যাটার বেশ ধীর গতির ব্যাটিং করেছেন। ৪২ বলে করেছেন ৩৬ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২২ রান তুলে আফগানিস্তান। আয়ারল্যান্ডের হয়ে ১২ রানে ২ উইকেট শিকার করেছেন মার্ক অ্যাডায়ার।