ভারত

জিম্বাবুয়ে সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:28 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চোটের কারণে জিম্বাবুয়ে সফরে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল লোকেশ রাহুলের। তবে সেই শঙ্কার মেঘ উড়ে গেছে। এই সফরে খেলা নিয়ে তাকে সবুজ সংকেত দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চিকিৎসক দল। তাই জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যুক্ত করা হয়েছে তাকে। এই সফরে ভারতকে নেতৃত্বও দেবেন এই টপ অর্ডার ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমে ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন না রাহুল। তবে চোট থেকে সেরে উঠায় এবার তাকে দলে অর্ন্তভুক্ত করেছে বিসিসিআই। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে বোর্ড।

গত মাসে ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছিল শিখর ধাওয়ানকে। তবে রাহুল দলে ফেরায় এখন রাহুলের ডেপুটি হিসেবে কাজ করবেন এই অভিজ্ঞ ওপেনার।

রাহুল গত মে মাসে আইপিএলের পর থেকে স্বীকৃত ক্রিকেটে খেলতে পারেননি। প্রথমে কুঁচকিতে চোট পেয়েছিলেন, এরপর স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার করাতে হয় তার। পরে কোভিড পজিটিভ হওয়ায় ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও।

টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়া কাপের জন্য গত সোমবার ঘোষিত দলে ফেরেন তিনি। এবার এশিয়া কাপের আগেই ভারতের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন ডানহাতি এই ব্যাটার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ অগাস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ অগাস্ট। আর এশিয়া কাপ শুরু ২৭ অগাস্ট থেকে।

ভারত ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দিপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার।