বাংলাদেশ 'এ' দল

সাইফের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:46 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দিনের শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে পার করেছিলেন সাইফ হাসান এবং সাদমান ইসলাম। তবে দ্বিতীয় দিনে এক সাইফ ছাড়া আর কেউই লম্বা সময় উইকেটে থাকতে পারেননি। সাইফের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৫৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ 'এ' দল এবং ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের মধ্যকার আনঅফিসিয়াল প্রথম টেস্ট ম্যাচে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা নেই টাইগারদের ব্যাটিং লাইনআপে। তাদের ব্যাটে ধারবাহিকতা না থাকলেও সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখে বৃষ্টি।

প্রথম দিনে মাত্র ৩৪ ওভার খেলা হয়েছিল। আর দ্বিতীয় দিনে হয়েছে ৫০ ওভার। প্রথম দিনের এক উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শুরুর দিনে দুর্দান্ত ব্যাটিং করা সাদমান এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। আগের দিনের ২২ রানের সঙ্গে মাত্র ৩ রান যোগ করে সাজঘরে ফিরেছেন তিনি।

এরপর ফজলে মাহমুদ রাব্বি উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। আগের ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ মিঠুন এই ম্যাচে সুবিধা করতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ রান।

সাইফ এক প্রান্ত আগলে রাখলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। জাকির হাসান ৫৬ বল খেলে ১৫ রান করে আউট হয়েছেন। তার বিদায়ের পর দিনের বাকি সময়টা জাকের আলি অনিককে নিয়ে নিরাপদে কাটিয়েছেন সাইফ।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৮৪ ওভারে ১৫৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হয়ে আর্চিবল্ড কলিন ৩১ রানে ৩ উইকেট শিকার করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ১৫৭/৫ (৮৪ ওভার) (সাইফ ৬৩*, সাদমান ২৫; আর্চিবল্ড ৩/৩১, ফিলিপ ১/৩৮)