বাংলাদেশ ক্রিকেট

চিঠি পেয়েছে বিসিবি, ক্রিকেটকেই বেছে নিলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:16 বৃহস্পতিবার, 11 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে তোলপাড় ছিল দেশের ক্রিকেট। অবশেষে সেই চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছেন সাকিব। নিশ্চিতভাবেই এশিয়া কাপে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে। জানা গেছে, চুক্তি থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে প্রথমে মৌখিকভাবে এবং এর কিছুক্ষণ পর লিখিতভাবে বিসিবিকে জানিয়েছেন সাকিব।

সাকিবের এই সরে আসায় অনেকটাই নির্ভার বিসিবি। কেননা এরই মাঝে আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করার কথা ছিল বাংলাদেশের। এই দলের অধিনায়কও থাকার কথা সাকিবের। এই দল এখনও ঘোষণা করা হচ্ছিল না 'সাকিব এবং বেটউইনার ইস্যুকে' কেন্দ্র করে।

এর কয়েক ঘণ্টা আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি থেকে সরে আসার জন্য সাকিবকে আল্টিমেটাম দিয়েছিল বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এই চুক্তি থেকে সরে না দাঁড়ালে দেশের ক্রিকেটেই থাকতে পারবেন না সাকিব।

তিনি বলেছিলেন, ''কোনো রকম সম্পৃক্ততাই থাকা সম্ভব না। সম্পূর্ণভাবে সেখান থেকে বের হয়ে আসতে হবে। স্কোয়াডে কি আমাদের দলেই থাকবে না। অধিনায়ক তো পরের ধাপ। এটা নিয়ে আলোচনার কিছু নেই। এটা আগে থেকেই সিদ্ধান্ত নেয়া। এটা খুবই পরিস্কার।'

'সাকিবের স্পন্সর নিয়ে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকেই যে অবস্থায় যা ছিল এখনও তাই আছে। যখন প্রথমে আমি আসি বিসিবিতে তখনই আমি বলেছিলাম এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না। যে যেভাবেই এটা এক্সপ্লোর করুক। আমাদের কাছে কোনো সুযোগই নেই। যে কারণে তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে।'