এশিয়া কাপ

ছিটকে গেলেন রাব্বি, এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন-সোহানেরও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 বৃহস্পতিবার, 11 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝ পথে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। এর আগে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েছিলেন নুরুল হাসান সোহান। আর পিঠের চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজেই খেলা হয়নি ইয়াসির আলী রাব্বির।

এই তিন ক্রিকেটারই আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন এই তিনজনকে ছাড়াই বাংলাদেশ এশিয়া কাপের স্কোয়াড সাজাচ্ছে।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'পরিস্থিতিটা কেমন হতে পারে সেটা নিয়েই আলোচনা হয়েছে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে, আমাদের তামিম তো টি-টোয়েন্টি খেলছে না, লিটন দাস, সোহান (নুরুল হাসান) এবং রাব্বি (ইয়াসির আলী) তিনজনই ইনজুরিতে। এই তিনজনও নেই আমাদের স্কোয়াডে। এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দলটা গোছানো একটা ইস্যু।'

ইনজুরিগ্রস্থ স্কোয়াডের কারণে এশিয়া কাপের দল সাজাতেই বেগ পেতে হচ্ছে বাংলাদেশ দলের নির্বাচকদের। বৃহস্পতিবার দল ঘোষণার কথা থাকলেও সাকিব আল হাসানের কারণে দল ঘোষণায় বিলম্ব হচ্ছে। এই অলরাউন্ডার একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হয়েছেন।

বিসিবির বিধি অনুযায়ী কোনো ক্রিকেটার বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবেন না। সাকিবকে তাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবারের মধ্যে সাকিব চিঠির জবাব দেয়ার পরই বাংলাদেশের দল ঘোষণার কথা রয়েছে।