এশিয়া কাপ

চুক্তি বাতিল না করলে সাকিব দলেই থাকবে না: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 বৃহস্পতিবার, 11 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী বেটিং সংক্রান্ত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব এই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করলে এশিয়া কাপের দলেই থাকবেন না এই অলরাউন্ডার। নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'কোনো রকম সম্পৃক্ততাই থাকা সম্ভব না। সম্পূর্ণভাবে সেখান থেকে বের হয়ে আসতে হবে। স্কোয়াডে কি আমাদের দলেই থাকবে না। অধিনায়ক তো পরের ধাপ। এটা নিয়ে আলোচনার কিছু নেই। এটা আগে থেকেই সিদ্ধান্ত নেয়া। এটা খুবই পরিস্কার।'

বিসিবি সভাপতি জানিয়েছেন, ফিক্সিং ইস্যুতে মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটারকেও তারা ছাড় দেননি। সাকিবের এই ব্যাপারেও তারা কঠোর অবস্থানেই থাকবেন। এই অলরাউন্ডারের চুক্তি নিয়ে এই ভাবনা চিন্তার কোনো সুযোগ দেখছেন না পাপন।

তিনি বলেন, 'সাকিবের স্পন্সর নিয়ে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকেই যে অবস্থায় যা ছিল এখনও তাই আছে। যখন প্রথমে আমি আসি বিসিবিতে তখনই আমি বলেছিলাম এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না। যে যেভাবেই এটা এক্সপ্লোর করুক। আমাদের কাছে কোনো সুযোগই নেই। যে কারণে তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে।'

এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবারই বিসিবির কাছে কারণ ব্যাখ্যা করার কথা রয়েছে তার। সাকিবের জন্য আঁটকে আছে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণাও। গুঞ্জন ছিল সাকিবকে অধিনায়ক করেই এশিয়া কাপের দল ঘোষণার কথা ছিল বিসিবির।