সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ

সাউথ আফ্রিকার লিগে দেখা যেতে পারে ধোনিকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:32 বৃহস্পতিবার, 11 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাউথ আফ্রিকার নতুন লিগের ছয়টি দলেরই মালিকানা কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে এমআই ক্যাপ টাউন নামে দল কিনেছে রিলায়েন্স গ্রুপ।

আর তাদের চির প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের মালিকানায় রয়েছেন জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটি। এই দলটির সঙ্গেই সাউথ আফ্রিকার লিগে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

সেই সঙ্গে চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিফেন ফ্লেমিংকেও উড়িয়ে নিতে পারে দলটি। অবশ্য ধোনির যুক্ত হওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ছাড়পত্রের ওপর।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার কোনো অনুমতি নেই। তবে বিসিসিআই অনুমতি দিলে দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ভূমিকায় দেখা যেতে পারে ভারতের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে।

চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে বলেছেন, 'ধোনির যুক্ত হওয়ার বিষয়টি বিসিসিআইয়ের ছাড়পত্রের ওপর নির্ভর করছে। সে খেলতে পারবে না। কিন্তু বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে সে অন্য ভূমিকায় থাকতে পারে।'

জোহানেসবার্গের সঙ্গে ফ্লেমিংয়ের যুক্ত হওয়া প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেন, 'এই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক নাম জানতে পারবেন। আমরা স্টিফেনের সঙ্গে কথা বলছি, আমাদের মনে হয় না সিএসকের ঐতিহ্য নতুন জায়গায় নিয়ে যেতে তার চেয়ে ভালো কেউ সামর্থ্য হবে।'