ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ

স্যান্টনারের দারুণ বোলিংয়ের জিতল নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 বৃহস্পতিবার, 11 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রানের বড় পুঁজি পেয়েছিল কিউইরা। জবাবে খেলতে নেমে মিচেল স্যান্টনারের দারুণ বোলিংয়ের সামনে ১৭২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রত্যাশিত শুরু পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তারা শুরুতেই হারায় ওপেনার কাইল মেয়ার্সের উইকেট। তিনি মাত্র ১ রান করে টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে ২৫ রান যোগ করেন শিমার ব্রুকস।

পুরান ৮ বলে ১৫ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে। এরপর ডেভন থমাস (১) ও শিমরন হেটমায়ার (২) সঙ্গ দিতে পারেননি ব্রুক্সকে। পঞ্চম উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ব্রুক্স ক্যারিবীয়দের বিপর্যয় সামাল দেন। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৩০ রান।

দারুণ খেলতে থাকা ব্রুক্স আউট হয়েছেন ৪৩ বলে ৪২ রান করে। হোল্ডার করেন ২৫ রান। রভম্যান পাওয়েল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। আউট হয়েছেন ১৮ রান করে। শেষ দিকে রোমারিও শেফার্ড ১৬ বলে ৩১ ও ওডেন স্মিথ ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইস সোধি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় সফরকারীরা। ওপেনিং জুটিতেই ৬২ রান যোগ করেন মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে। ১৬ রান করে গাপটিল ফিরলেও ৪৩ রান এসেছে কনওয়ের ব্যাট থেকে। ওয়ান ডাউনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন ৪৭ রান।

গ্লেন ফিলিপ দারুণ শুরুর পর ফিরেছেন ১৭ রান করে। ১৬ রান করে আউট হয়েছেন ড্যারিল মিচেল। শেষ দিকে জিমি নিশামের ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ নিশ্চিত করে নিউজিল্যান্ড। স্যান্টনার অপরাজিত ছিলেন ৪ রান করে। ক্যারিবীয় বোলারদের মধ্যে একাই তিন উইকেট নিয়েছেন স্মিথ। একটি করে উইকেট পেয়েছেন হোল্ডার ও ওবেদ ম্যাকয়।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড- ১৮৫/৫ (২০ ওভার) (কনওয়ে ৪৩, উইলিয়ামসন ৪৭, নিশাম ৩৩*; স্মিথ ৩/৩২)

ওয়েস্ট ইন্ডিজ- ১৭২/৭ (২০ ওভার) (ব্রুক্স ৪২, হোল্ডার ২৫, শেফার্ড ৩১*, স্মিথ ২৭*; স্যান্টনার ৩/১৯)