নিউজিল্যান্ড ক্রিকেট

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন বোল্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 বুধবার, 10 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। মূলত পরিবারকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইচ্ছা থাকার কারণে জাতীয় দলের রাডার থেকে কিছুটা দূরে সরে গেলেন বাঁহাতি এই পেসার।

গত কয়েকদিন ধরেই বোর্ডের সঙ্গে এই সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছেন বোল্ট। ৩৩ বয়সী এই পেসারের চিন্তাভাবনাকে সম্মান জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১০ আগস্ট এক বিবৃতির মাধ্যমে বোল্টের ব্যাপারে মিডিয়াকে জানিয়েছে এনজেডসি।

বোর্ডকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বোল্ট বলেন, ‘এটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। এই অবস্থায় আমাকে সমর্থন দেওয়ায় এনজেডসিকে ধন্যবাদ। দেশের হয়ে ক্রিকেট খেলা আমার ছোটবেলার স্বপ্ন ছিল এবং গত ১২ বছরে ব্ল্যাক ক্যাপসের হয়ে যা কিছু করেছি তার জন্য আমি অবশ্যই গর্বিত।’

‘মূলত আমার স্ত্রী গার্ট ও তিন ছেলের জন্য এমন সিদ্ধান্ত নেয়া। পরিবার সবসময়ই আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল এবং তাদেরকে সবার আগে রাখি আমি। এখন আমরা নিজেদেরকে ক্রিকেট পরবর্তী জীবনের জন্য তৈরি করছি।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি বোল্ট। তবে জাতীয় দলে এখন থেকে বেছে বেছে খেলবেন তিনি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণে নিউজিল্যান্ডের দল গঠনের সময় অগ্রাধিকার পাবেন না বোল্ট- এমনটাও জানা আছে তার।

তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টকে বিবেচনায় রাখবে নিউজিল্যান্ড। এমনটা নিশ্চিত করেছেন এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।