ওয়েস্ট ইন্ডিজ

বাউন্ডারি যেমন ই হোক, রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:52 মঙ্গলবার, 09 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং না করেও বড় ছক্কা হাঁকাতে পারেন আন্দ্রে রাসেল কিংবা কাইরন পোলার্ডের মত ব্যাটাররা। মূলত মাসেল পাওয়ার ব্যবহার করে এমনসব শট খেলেন ক্যারিবিয়ানরা। অন্য ক্রিকেটারদের যেখানে বাউন্ডারির উপর দিয়ে বল উড়িয়ে মারতে বেগ পেতে হয়, সেখানে অনায়সেই বড় বড় ছক্কা মারেন তারা এমনটাই বলেছেন ইয়ন মরগান।

চলমান দ্য হানড্রেডে খেলছেন রাসেল এবং পোলার্ড। যেখানে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন রাসেল। এই ক্যারিবিয়ান তারকা চলমান এই লিগে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না। আসরে নিজের প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করেছিলেন রাসেল। এরপরের ম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

পোলার্ড অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন। আসরে নিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৯ রান করেছিলেন তিনি। আর নিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকেছে ৩৪ রান করে। এই ম্যাচ দিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন।

মরগান বলেন, 'সবাই যখন মাঠের বড় অংশে বাউন্ডারি মারতে লড়াই করে, সেখানে আন্দ্রে রাসেল এবং কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারদের জন্য কোন দীর্ঘ বাউন্ডারি যথেষ্ট নয়, বিশেষ করে তারা যখন বড় শট খেলে।'

টি-টোয়েন্টি ম্যাচ খেলার দিক থেকে পোলার্ডের ধারেকাছে আপাতত কেউই নেই। এমনকি সাড়ে পাঁচশ ম্যাচও খেলতে পারেননি কেউ। পোলার্ডের পর ৫৪০টি ম্যাচ খেলেছেন পোলার্ডেরই ক্যারিবিয়ান সতীর্থ ডোয়াইন ব্রাভো।

এমন অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব থাকলে সেটা দলের জন্য বাড়তি পাওয়া। মরগান বলেন, 'কাইরন (পোলার্ড) এখনও সময়ের সঙ্গে সঙ্গে নিজের আরও উন্নতি করছে। এমনকি দলের নেতা হিসাবেও সে দুর্দান্ত।'