সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:26 মঙ্গলবার, 09 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টির পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মাঝে ২ ওভার কম বল করে বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

ফলে ২ ওভার বোলিং করায় ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। এদিকে অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

৫০ ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৩০৩ রানের পুঁজি পেলেও সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় তুলে নেন স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ২৯১ রানের লক্ষ্য দেয়া বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

অধিনায়ক রেজিস চাকাভা ও রাজার অনবদ্য সেঞ্চুরিতে ২০১৩ সালের পর প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে তারা। বুধবার হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল।