দ্য হান্ড্রেড

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:19 মঙ্গলবার, 09 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েছেন কাইরন পোলার্ড। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড- এ লন্ডন স্পিরিটের হয়ে ম্যাচ দিয়ে এই অসাধারণ রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।

৮ আগস্ট মূলত একশ বলের ম্যাচ খেলতে নেমেছিলেন ৩৫ বছর বয়সী পোলার্ড। তবে দ্য হান্ড্রেডের এই সংস্করণকে রেকর্ড বই ও পরিসংখ্যানে টি-টোয়েন্টি হিসেবেই বিবেচনা করা হয়। মাইলফলকের এই ম্যাচে দুর্দান্ত এক ক্যামিও খেলেন ক্যারিবিয়ান এই মারকুটে ব্যাটার।

লর্ডসে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ১১ বলে চারটি বিশাল ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন পোলার্ড। একই দলের হয়ে ওপেনার জ্যাক ক্রলি করেন ৩৪ বলে ৪১ রান এবং অধিনায়ক ইয়ন মরগান করেন ২৬ বলে ৩৭ রান।

এই তিন জনের কয়েকটি ঝড়ো ইনিংসে লন্ডন স্পিরিট করে ১৬০ রান। পোলার্ডের মাইলফলকের ম্যাচটি দাপটের সঙ্গেই জিতে নেয় লন্ডন স্পিরিট। ম্যানচেস্টার অরিজিনালস অলআউট হয় মাত্র ১০৮ রানে।

টি-টোয়েন্টি ম্যাচ খেলার দিক থেকে পোলার্ডের ধারেকাছে আপাতত কেউই নেই। এমনকি সাড়ে পাঁচশ ম্যাচও খেলতে পারেননি কেউ। ৫৪০টি ম্যাচ খেলেছেন পোলার্ডেরই ক্যারিবিয়ান সতীর্থ ডোয়াইন ব্রাভো।

এ ছাড়া ৪৭২ ম্যাচ রেকর্ড বইয়ে তিন নম্বরে আছেন শোয়েব মালিক। আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল খেলেছেন ৪৬৩ ম্যাচ এবং ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা খেলেছেন ৪২৬ ম্যাচ।