এশিয়া কাপ

বিষ্ণই কেন দলে, শামি কেন নেই, প্রশ্ন শ্রীকান্তের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:07 মঙ্গলবার, 09 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট |

ভারতের এশিয়া কাপের দলে মোহাম্মদ শামিকে না দেখে অবাক হয়েছেন দেশটির সাবেক ওপেনার কৃষ্ণামাচারি শ্রীকান্ত। ভারত তাদের স্কোয়াড সাজিয়েছে ভুবনেশ্বর কুমার, আভেষ খান ও আর্শদীপ সিংকে নিয়ে। দলের পেস বোলিং অপশন হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

ইনজুরির কারণে এশিয়া কাপের দলে জায়গা হয়নি জসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের। শ্রীকান্ত জানিয়েছেন তিনি নির্বাচক প্যানেলের প্রধান হলে স্পিনার রবি বিষ্ণইয়ের জায়গায় আরেকজন বাড়তি পেসার নিতেন। সাথে রবিচন্দ্রন অশ্বিন বা অক্ষর প্যাটেলকেও দলে নিতেন।

এ প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘‌আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে থাকলে শামিকে দলে রাখতাম। রবি বিষ্ণইকে হয়ত দলে রাখতাম না। তবে বিশ্বাস করি, অক্ষর প্যাটেলকে দলে রাখা নিয়ে লড়াই চলত। আমার মতে, এই লড়াই হত অশ্বিন ও অক্ষরের মধ্যে। আমার ভোট কিন্তু অক্ষরের দিকেই থাকত।’‌ 

চোট কাটিয়ে দলে ফিরেছেন লোকেশ রাহুল। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ঋষভ পান্ত ও দীনেশ কার্তিকের মতো মারকুটে দুই ব্যাটার। শ্রীকান্ত মনে করেন এশিয়া কাপের জন্য ভারতীয় দল বেশ শক্তিশালী হয়েছে। তবে দুইজন রিস্ট স্পিনারের সঙ্গে একজন মিডিয়াম পেসার থাকলে আরও ভালো হতো।

তিনি বলেন, ‘‌দল যথেষ্টই ভাল হয়েছে। তবে আমার মতে দলে আর একজন মিডিয়াম পেসার থাকলে ভালো হত। দু’‌জন রিস্ট স্পিনার রয়েছে। তবে অক্ষরের জন্য সত্যিই খারাপ লাগছে। দীপক হুডার অন্তর্ভুক্তিতে খুশি। ব্যাট করতে পারে। বলটাও জানে।’‌

অক্ষরকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে এশিয়া কাপে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই স্পিনারকে মূল স্কোয়াডে রাখা হবে বলে আশাবাদী সাবেক এই ভারতীয় নির্বাচক। তিনি বলেন, ‘‌অস্ট্রেলিয়ার পরিবেশে অক্ষর যথেষ্ট কার্যকরী। শুধু এশিয়া কাপের কথাই বলছি না। বিশ্বকাপের প্রসঙ্গও তুললাম। তবে বিশ্বকাপের এখনও কিছুটা দেরি আছে। নির্বাচকরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন।’‌