আইএল টি-টোয়েন্টি

আইএল টি-টোয়েন্টির ড্রাফটে এক ঝাঁক তারকা ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:52 সোমবার, 08 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বছরের জানুয়ারিতে পর্দা উঠছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম আসরের। আসন্ন এই ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে ৫০ জনেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটার নাম লিখিয়েছেন ড্রাফটে। 

নামি দামি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল,  ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান নিজেদের নাম দিয়েছেন।

তারা ছাড়াও নাম দেয়া ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বেশ কয়েকজন রয়েছেন।

তারকা ক্রিকেটারদের মধ্যে ২১জনকে প্রথম সেটের জন্য বেছে নেয়া হয়েছে। এর বাইরে আরও ৩৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে এই টুর্নামেন্টের আয়োজকরা। যাদেরকে পরবর্তী সেটের জন্য বাছাই করা হবে।

সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস ও নেপালের বেশ কয়েকজন ক্রিকেটার নাম দিয়েছেন ড্রাফটে। এই লিগের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কলকাতা নাইট রাইডার্স, চাপরি গ্লোবাল, জিএমআর, ল্যান্সার ক্যাপিটাল ও আদানি স্পোর্টস লাইন।

প্রতিটি দলের স্কোয়াড হতে হবে ১৮ জন ক্রিকেটারের। এর মধ্যে অন্তত দুজন ক্রিকেটার হতে হবে আইসিসির সহযোগী দেশের। আর চারজন করে আরব আমিরাতের ক্রিকেটার রাখতে হবে। দলগুলোর জন্য ডিরেক্ট সাইনিংইয়েরও সুযোগ রাখা হয়েছে।

প্রথম সেটের ক্রিকেটাররা- মঈন আলী, আন্দ্রে রাসেল, ডেভিড মালান, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, সুনীল নারিন, এভিন লুইস, কলিন মুনরো, ফ্যাবিয়েন অ্যালেন, স্যাম বিলিংস, টম কারান, অ্যালেক্স হেলস, দুশমান্থ চামিরা, শিমরন হ্যাটম্যায়ার, আকিল হোসাইন, ক্রিস জর্ডান, টম বেন্টন, সন্দিম লামিচানে, ক্রিস লিন, রভম্যান পাওয়েল, ভানুকা রাজাপাকশে ও মুজিব উর রহমান।

ড্রাফটে নাম লেখানো বাকি ক্রিকেটাররা-

শ্রীলঙ্কা- লাহিরু কুমারা, সেকুগে প্রসন্ন, চারিথা আসালাঙ্কা, ইসুরু উদানা ও নিরোশান ডিকওয়েলা।

ওয়েস্ট ইন্ডিজ- কেনার লুইস, রবি রামপাল, রেমন্ড রেইফার, ডমিনিক ডার্কেস ও শেরফানে রাদারফোর্ড।

আফগানিস্তান- হজরতউল্লাহ জাজাই, কাইস আহমেদ, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হক।

ইংল্যান্ড- ড্যান লরেন্স, জেমি ওভারটন, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, জেমস ভিন্স, সাকিব মাহমুদ, বেন ডাকেট ও বেনি হাওয়েল।

নেদারল্যান্ডস- ব্রেন্ডন গ্লোভার ও ফ্রেডরিক ক্লাসেন।

নামিবিয়া- ডেভিড ভিসে ও রুবেন ট্রাম্পেলম্যান।

সাউথ আফ্রিকা- কলিন ইনগ্রাম।

স্কটল্যান্ড- জর্গ মান্সি।

আয়ারল্যান্ড- পল স্টার্লিং।

যুক্তরাষ্ট্র- আলী খান।