Connect with us

সাকিবের চুক্তি

টিকছে না সাকিবের যুক্তি, শক্ত অবস্থানে বিসিবি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী বেটিং সংক্রান্ত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসার পর এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ব্যাপারটি তারা গুরুত্ব সহকারে দেখছেন।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমি আপনার সাথে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি…এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’

দুই একদিনের মধ্যেই এই ব্যাপারটির সুরাহা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বিসিবি যেকোনো কারণে দরপ্রত্র আহ্বান করলেও সেখানে উল্লেখ্য থাকে কোনো বেটিং প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। এ ছাড়াও ক্রিকেটাররা যেন এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত না হন এই ব্যাপারেও বেশ সতর্ক অবস্থানে থাকে বিসিবি। বেটিংয়ের সঙ্গে সংম্পৃক্ত যেকোনো ব্যাপারে বিসিবি কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছেন জালাল ইউনুস।

তার ভাষ্য, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।'

সর্বশেষ

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

'পাকিস্তান অনেক বেশি বাবর-রিজওয়ান নির্ভর'

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

কম বয়সীদের সুযোগ দিয়েছি, পাকিস্তানের কাছে হারের পর ভারতের কোচ

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ওয়ার্নার ঝড়ের পর স্টার্কের আগুনে পুড়লো ওয়েস্ট ইন্ডিজ

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

কঠোর পরিশ্রম করি, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেই: রিজওয়ান

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়লেন ক্লুজনার

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ভারতের জয়রথ থামাল পাকিস্তান

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

পাকিস্তানের পতাকা উড়ানো হুসেনরা সমর্থন দিচ্ছেন বাংলাদেশকেও

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ম্যাচ কোথায় ফসকে গেছে জানালেন সোহান

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল, হতাশ সোহান

আর্কাইভ

বিজ্ঞাপন