বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

দুটি ম্যাচেই ওরা আমাদের উড়িয়ে দিয়েছে: ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:41 সোমবার, 08 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ। একইসঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে তামিম ইকবালের দল। এই দুই ম্যাচে জিম্বাবুয়ের দাপুটে ক্রিকেটের প্রশংসা করেছেন রাসেল ডমিঙ্গো।

সিরিজের প্রথম ওয়ানডেতে চার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ করে দুই উইকেটে ৩০৩ রান। জবাবে সিকান্দার রাজা এবং ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ম্যাচেও অতিরিক্ত ডট বল খেলার খেসারত দেয় বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে নয় উইকেটে ২৯০ রান করে তারা। জবাবে সিকান্দার রাজা এবং অধিনায়ক রেগিস চাকাভার সেঞ্চুরিতে পাঁচ উইকেটে জেতে স্বাগতিকরা।

অসাধারণভাবে দুটি ম্যাচ জেতায় জিম্বাবুয়েকে প্রশংসায় ভাসিয়েছেন ডমিঙ্গো। দুই ম্যাচে চারটি সেঞ্চুরি করেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। আর বাংলাদেশের ব্যাটাররা দুই ম্যাচে করেছে ছয়টি হাফ সেঞ্চুরি। এটাও মনে করিয়ে দিলেন ডমিঙ্গো। এ ছাড়া প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ায় বাংলাদেশ দল আত্মতুষ্টিতেও ছিল না, দাবি এই আফ্রিকানের।

বাংলাদেশের হেড কোচ বলেন, 'জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে সিকান্দার রাজাকে। অসাধারণরকম ভালো খেলছে সে। চাপের মধ্যে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করে। সে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। চারটি শতরান হয়েছে ওদের। ওই ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। ওরা আমাদের উড়িয়ে দিয়েছে এই দুটি ম্যাচে।'

'আত্মতুষ্টির কোনো ব্যাপার ছিল না দলে। কারণ, আমরা জানতাম নিজেদের কন্ডিশনে ওরা কতটা বিপজ্জনক। গত বছর আমরা ৩-০তে জিতলেও দুটি ম্যাচে জোর লড়াই হয়েছিল। আত্মতুষ্টি তাই কখনোই আসেনি আমাদের।'

তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। নিশ্চিতভাবেই সেই ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করবে তামিমবাহিনী।