কমনওয়েলথ গেমস

আবারও ভারতের মেয়েদের ফাইনাল হার, স্বর্ণ জিতল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 01:13 সোমবার, 08 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ জিততে শেষ ওভারে ভারতের মেয়েদের প্রয়োজন ছিল ১১ রান। এমন সমীকরণের ম্যাচে জেস জোনাসেনের বল থেকে রান নিতে পারেননি স্বস্তিকা ভাটিয়া। পরের বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন মেঘনা সিং। জোনাসেনের পরের বলে রিভার্স ‍সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন স্বস্তিকা। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বাঁহাতি এই ব্যাটার। তবুও শেষ রক্ষা হয়নি স্বস্তিকা ও ভারতের। ফলে ভারতকে ৯ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের স্বর্ণ জিতল অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০২১ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারল ভারতের মেয়েরা।

বার্মিংহামে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা। ইনিংসের দ্বিতীয় ওভারে ডার্চি ব্রাউনের ফুল অ্যান্ড স্ট্রেইট ডেলিভারিতে খানিকটা অফ স্টাম্পের বাইরে গিয়ে খেলতে চেয়েছিলেন স্মৃতি। তবে বলে-ব্যাটে সংযোগ করতে না পারায় বোল্ড হন বাঁহাতি এই ওপেনার। 

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা স্মৃতি এদিন আউট হয়েছেন মাত্র ৬ রানে। স্মৃতি ফেরার পর দ্রুতই ফিরেছেন শেফালিও। অ্যাশলে গার্ডনারের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অনে থাকা তাহলিয়া ম্যাকগ্রাকে ক্যাচ দেন ডানহাতি এই ওপেনার। দুই চারে ৭ বলে ১১ রান করেছেন শেফালি। ২২ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়ে তুলেন হারমনপ্রিত কৌর এবং জেমিমাহ রদ্রিগেজ। 

তৃতীয় উইকেটে জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৯৬ রান। এর মাঝে দারুণ ব্যাটিংয়ে ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন হারমানপ্রিত। ৩৩ বলে ৩৩ রানের ইনিংস খেলে জেমিমাহ ফিরলে ভাঙে হারমানপ্রিতের সঙ্গে তার দুর্দান্ত জুটি। থিতু হতে পারেননি পাঁচে নামা পূজা ভাস্তকার। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হতে থাকেন হারমানপ্রিত। 

দ্রুত রান তুলতে গিয়ে গার্ডনারকে উইকেট দেন ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা ভারতের অধিনায়ক। এরপর আর কেউ সেভাবে দাঁড়াতে না পারায় ৯ রানে হারতে হয় ভারতের মেয়েদের। অস্ট্রেলিয়ার হয়ে গার্ডনার তিনটি এবং মেগান শূট নিয়েছেন দুটি উইকেট। 

এর আগে ব্যাটিং করতে নেমে বেথ মুনির ৬১ এবং মেগ লেনিংয়ের ৩৬ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। ভারতের মেয়েদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ঠাকুর এবং স্নেহ রানা। একটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব।