বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

দুই-এক ম্যাচ হেরে আমরা খারাপ দল হয়ে যাইনি: এবাদত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:23 শনিবার, 06 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শরিফুল ইসলামের ইনজুরিতে ওয়ানডে দলে ডাক পেয়েছেন এবাদত হোসেন। বাংলাদেশের টেস্ট দলে নিয়মিত হলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও খেলা হয়নি এই পেসারের। দলের সুযোগ পেয়ে এবাদত জানিয়েছেন ওয়ানডে দলে ডাক পেয়ে অবাক হয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে টাইগাররা। অবশ্য শেষ দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতবে বলে আশাবাদী এই টাইগার পেসার। এবাদত জানিয়েছেন সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চান তিনি।

দলে সুযোগ পেয়ে এবাদত মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রথমেই আল্লাহর কাছে শোকরিয়া জানাই। ওয়ানডেতে মাঝে ডাক পাওয়াটা একটু সারপ্রাইজিং। খুশি অনেক। যদি ওইখানে সুযোগ পাই সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।'

গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। এর মধ্যে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। এরপর সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সিরিজ জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারায় বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি বলে মনে করেন তিনি।

এবাদত বলেন, 'অবশ্যই না। ওয়ানডে দল হিসেবে আমরা খুবই ভালো খেলি। দু-একটা ম্যাচ যদি খারাপ হয় আপনার কাছে কি মনে হয় আমরা দল হিসেবে খারাপ? আমরা আলহামদুলিল্লাহ দল হিসেবে যথেষ্ট ভালো। পরবর্তী দুটি ম্যাচ আছে, দুটি ম্যাচ জিততে পারলে সিরিজ আমাদের।'