আমিরাত লিগে খেলার প্রস্তাব পেয়েছেন অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:32 শনিবার, 06 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। সেই টুর্নামেন্টে খেলার জন্য অস্ট্রেলিয়ার অন্তত ১৫ জন তারকা ক্রিকেটারকে প্রস্তাব দেয়া হয়েছে। অজিদের কাছে যাওয়া প্রস্তাবের অঙ্কটা সব মিলিয়ে ৭ লাখ মার্কিন ডলার, এসব তথ্য জানিয়েছে অস্ট্রেলীয় পত্রিকা ‘দ্য এইজ'।

আরব আমিরাতের এই লিগ চলাকালে মাঠে গড়াবে বিগ ব্যাশ লিগ (বিবিএল)। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চাওয়া তাদের দেশের ক্রিকেটাররা বাইরের কোনো লিগে না খেলে বিবিএলে খেলুক। তবে আর্থিক দিক বিবেচনায় ক্রিকেটাররা ঝুকছেন আরব আমিরাত লিগের দিকেই।

দ্য এইজ জানিয়েছে, যে ১৫ জন ক্রিকেটারের কাছে আমিরাত লিগের প্রস্তাব গেছে, তাদের সঙ্গে আলোচনায় বসতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। সম্ভব হলে প্রস্তাব পাওয়া ক্রিকেটারদের আমিরাত লিগ থেকে যে অর্থ পাওয়ার কথা, সেটার কাছাকাছি অঙ্কের অর্থ প্রস্তাব করবে সিএ।

অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন ‘প্লেয়ার্স ইউনিয়ন’ এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে জানা গেছে। গ্রিনবার্গ মনে করেন, অস্ট্রেলীয় ক্রিকেটাররা যথেষ্ট পরিণত, তারা নিজেদের ভালো-মন্দের ব্যাপারটা ভালো করেই জানেন। আর সেভাবেই সিদ্ধান্ত নেবেন।

গ্রিনবার্গ দ্য এইজকে বলেন, ‘আমি মনে করি ক্রিকেটারদের খেলার প্রতি আসলেই দরদ আছে। যদি না থাকে এবং যে প্রস্তাব সামনে আসে, সেটিই গ্রহণ করে, তাহলে তো তারা ভাড়াটে খেলোয়াড় হয়ে যাবেন। যদি না হয়, তাহলে তারা নিজেদের দায়িত্ববোধ থেকে সমস্যাটার সমাধানে সহায়তা করবেন।’

এদিকে কয়েক দিন আগেই ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে চান তিনি। এ কারণে বিগ ব্যাশ থেকে ছুটিও চেয়েছেন এই ওপেনার। এখন দেখার অপেক্ষা, প্রস্তাব পাওয়া বাকি ক্রিকেটাররা কোন পথে হাঁটেন।